বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

উইন্ডোজ ১১-তে ট্যাবলেট উপযোগী টাস্কবার চালুর ঘোষণা

রকমারি ডেস্ক

উইন্ডোজ ১১-তে ট্যাবলেট উপযোগী টাস্কবার চালুর ঘোষণা

উইন্ডোজ ১১-তে ট্যাবলেটবান্ধব টাস্কবার আনার ঘোষণা দিল মাইক্রোসফট। আপাতত টাস্কবারটি পরীক্ষামূলক রয়েছে। এর সংক্ষিপ্ত আকৃতিতে শুধু গুরুত্বপূর্ণ তথ্য যেমন- তারিখ, সময়, নেটওয়ার্ক এবং ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে।

প্রযুক্তি সংবাদমাধ্যম ভার্জ জানায়, টাস্কবারটির বিন্যাস বেশ সজ্জিত। এখানে অ্যাপ আইকন, সার্চ, উইজেড এবং স্টার্ট বাটন হিডেন করে রাখা আছে। এ ছাড়া নতুন সেটিং অনুযায়ী, ট্যাবলেটে উইন্ডোজ ব্যবহার করলে টাস্কবারটি আপনা-আপনি ডিভাইসে হিডেন হয়ে থাকবে। আর সম্পূর্ণ চালু করলে অ্যাপ আইকন, সার্চ, উইজেড এবং স্টার্ট বাটন সবই বড় আইকন আকারে দেখা যাবে এবং খুব সহজে ব্যবহার করা যাবে।

উইন্ডোজ ইনসাইডার টিম জানায়, এবার উইজেডকে আরও সহজ করা হয়েছে এবং ফিডে নতুন নতুন কনটেন্ট যোগ করা হয়েছে। এবারের উইজেডে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এর ফিডকে। আস্তে আস্তে আমরা এটিকে আরও বেশি পারসোনালাইজড করে ফেলব।   

সর্বশেষ খবর