বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

মাস্কেও উপযোগী ফেস রিকগনিশন ফিচার

রকমারি ডেস্ক

মাস্কেও উপযোগী ফেস রিকগনিশন ফিচার

অ্যাপলের অপারেটিং সিস্টেম ১৫.৪ আপডেটে ‘ফেস আইডি’ ফিচারের উন্নয়ন করা হবে। ফলে ব্যবহারকারীরা মাস্ক না খুলেও ফোন আনলক করতে পারবেন। আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে আইফোন-১২ ও তার পরবর্তী ডিভাইসগুলোর জন্য ফিচারটি চালু করা হতে পারে। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে- নকশাযুক্ত বাহারি মাস্ক, কালো রঙের কে-৯৫ মাস্ক পরে ফিচারটি পরীক্ষা করা হয়। অনেক ক্ষেত্রে ফেস আইডি প্রথম চেষ্টাতেই সফল হয়। প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলে আইফোন গ্রাহকের কাছে পাসওয়ার্ড চেয়েছে। দুই-একবার সানগ্লাস ও টুপি পরেও ফোন আনলক করা গেছে বলে জানিয়েছে অ্যাপল।         

সর্বশেষ খবর