বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

শতাধিক ভাষায় অনুবাদে মেটার ‘এআই’

রকমারি ডেস্ক

শতাধিক ভাষায় অনুবাদে মেটার ‘এআই’

গেল বছর পিক্সেল-৬ সিরিজের ফোনে স্পিচ-টু-স্পিচ অনুবাদের ফিচারের মাধ্যমে চমক দেখিয়েছে গুগল। সঠিক অনুবাদ ও রিয়াল টাইমে অনুবাদের ক্ষেত্রে যা ছিল উল্লেখযোগ্য সফলতা। এবার মেটা ঘোষণা দিয়েছে, তারা এআই নিয়ন্ত্রণাধীন স্পিচ-টু-স্পিচ অনুবাদ ব্যবস্থা নিয়ে আসছে, যা দিয়ে শতাধিক ভাষায় অনুবাদ সম্ভবপর হবে। যেসব ভাষার লিখিত ব্যবস্থা নেই, সেগুলো অনুবাদের ক্ষেত্রেও এ ব্যবস্থা গ্রহণ করা যাবে। এতে আদিভাষী ও বিলুপ্তপ্রায় অনেক ভাষা অনুবাদ সহজতর হবে। স্পিচ-টু-স্পিচ অনুবাদের ক্ষেত্রে এআই ব্যবহারে শতাধিক ভাষায় অনুবাদ সহজতর হবে বলে দাবি প্রযুক্তি জায়ান্টটির।  

সর্বশেষ খবর