বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

‘ডব্লিউএইচও’ আনছে টিকা সনদ অ্যাপ

রকমারি ডেস্ক

‘ডব্লিউএইচও’ আনছে টিকা সনদ অ্যাপ

কভিড-১৯ টিকা প্রাপ্তির তথ্য ইলেকট্রনিক মাধ্যমে নিশ্চিত করার অ্যাপ তৈরি করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নতুন সফটওয়্যার নির্মাণে জার্মানির টেলিকম প্রতিষ্ঠান ‘ডয়েচে টেলিকম’-এর অধীনস্থ ‘টি-সিস্টেমস’-এর সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি। কভিড-১৯ ছাড়াও পোলিও এবং পীতজ্বরের (ইয়েলো ফিভার) টিকার বেলাতেও ব্যবহার করা যাবে কিউআর কোডভিত্তিক অ্যাপটি। ডব্লিউএইচও এই প্রকল্পের মাধ্যমে ১৯৪টি দেশের জাতীয় ও স্থানীয় টিকা গ্রহণের তথ্য যাচাই প্রযুক্তি নির্মাণে সহযোগিতা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এই চুক্তির আর্থিক খুঁটিনাটি প্রকাশ করেনি উভয় পক্ষের কেউই।        

সর্বশেষ খবর