বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা
বিটকয়েনের দরপতন

সর্বোচ্চ দামের অর্ধেকে!

রকমারি ডেস্ক

সর্বোচ্চ দামের অর্ধেকে!

গত বছর সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল বিটকয়েন। ছয় মাসের ব্যবধানে ক্রিপ্টো মুদ্রাটির বাজার মূল্য সর্বোচ্চ দামের অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছে ক্রিপ্টো মুদ্রা এক্সচেঞ্জ কয়েনবেইজ। কেবল ক্রিপ্টো মুদ্রাই নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের শেয়ারের দরপতন হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বিশ্বজুড়ে ক্রিপ্টো মুদ্রা বাজারের এক-তৃতীয়াংশ আছে বিটকয়েনের দখলে। এ বাজারের আকার ৬৫ হাজার কোটি ডলার। কেবল বিটকয়েন নয়, দরপতন হয়েছে ক্রিপ্টো মুদ্রা ইথেরিয়ামেরও। গত সপ্তাহে ইথার কয়েনের দাম কমেছে ১০ শতাংশ। অন্যান্য বছরের তুলনায় ২০২২ সালে ক্রিপ্টো মুদ্রা বাজারে তেমন কোনো নাটকীয় ঘটনা ঘটেনি। তবে, ক্রিপ্টো মুদ্রা বাজারের পরিচিত অস্থিতিশীলতা কমেনি। ক্রিপ্টো মুদ্রা বাজারে অপেশাদার বিনিয়োগকারীর আধিপত্য ছিল আগের বছরগুলোতে। সে দৃশ্যপট পাল্টেছে, বাজারে পেশাদার বিনিয়োগকারী এবং আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বেড়েছে।

বিবিসি জানিয়েছে, ক্রিপ্টো মুদ্রায় বিনিয়োগকারী ক্রেতাও প্রযুক্তি খাতের শেয়ারের মতো ডিজিটাল সম্পদগুলোকে ‘রিস্ক অ্যাসেট’ বা ঝুঁকিপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করেন। আর বাজারে অনিশ্চয়তা দেখলে মূলধারার বিনিয়োগকারীরা সাধারণত ঝুঁকিপূর্ণ সম্পদগুলোই আগে বেচে দেন। পণ্যের মূল্য বৃদ্ধি মোকাবিলার কৌশল হিসেবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ সুদের হার বাড়িয়েছে। বিশ্ব অর্থনীতিতে ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়েও শঙ্কিত বিনিয়োগকারীরা।          

সর্বশেষ খবর