সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নেটওয়ার্ক ছাড়াই পাঠানো যাবে বিপৎসংকেত

নেটওয়ার্ক ছাড়াই পাঠানো যাবে বিপৎসংকেত

আইফোন-১৪ সিরিজের সব ফোনেই যুক্ত হচ্ছে ইমার্জেন্সি এসওএস সুবিধা। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে মোবাইল এবং ওয়াইফাই নেটওয়ার্ক ছাড়াই স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সংযোগ ব্যবহার করে জরুরি বিপৎসংকেত পাঠানো যাবে। অ্যাপল জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং কানাডায় নভেম্বরে এ সেবা চালু হবে। এত দিন এ সুবিধা চালু না থাকলেও নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের ইমার্জেন্সি এসওএস সুবিধা পরখ করার সুযোগ দিয়েছে অ্যাপল। তবে পরীক্ষামূলক হওয়ায় আইফোন থেকে শুধু স্যাটেলাইটে সংকেত পাঠানোর সুযোগ পেয়েছেন ব্যবহারকারী। ইমার্জেন্সি এসওএস সুবিধা চালুর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের  গ্লোবালস্টারের স্যাটেলাইট ব্যবহার করা হবে। ফলে ব্যবহারকারীরা এসওএস সুবিধা চালু করে সংকেত পাঠালেই সেগুলো স্যাটেলাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৯১১ নম্বরে চলে যাবে।

সূত্র : ম্যাশেবল

সর্বশেষ খবর