বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মহাকাশে পর্যটনের সুযোগ দিচ্ছে ভার্জিন গ্যালাকটিক

টেকনোলজি ডেস্ক

মহাকাশে পর্যটনের সুযোগ দিচ্ছে ভার্জিন গ্যালাকটিক

অজানাকে জানার আগ্রহ মানুষের মাঝে প্রবল। পৃথিবীর কোথায় কি আছে, তা জানতে কত কিছু জয় করেছে মানুষ। এবার পৃথিবীর বাইরে যাওয়ার অদম্য নেশা জাগতে শুরু করেছে মানুষের। আর মহাকাশ নিয়ে বিজ্ঞানীদের গবেষণা এবং মানুষের মাঝে কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। তাই পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে দেখার সাধ নেওয়ার সুযোগ খুঁজছেন অনেকেই। আর সেই সুযোগ করে দিচ্ছে রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাকটিক। যুক্তিবিষয়ক সাইট এসগ্যাজেট জানিয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় আবার টিকিট বিক্রি শুরু করার ঘোষণা দেয় ভার্জিন গ্যালাকটিক। ‘২০২২ সালে মহাকাশে বাণিজ্যিক পর্যটন সেবা শুরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানটি। রিচার্ড ব্র্যানসনের মহাকাশ পর্যটন কোম্পানি ভার্জিন গ্যালাকটিক অনেক বেশি মানুষকে এমন দুর্লভ অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিচ্ছে। আপনিও যদি এমন অভিজ্ঞতা নিতে চান, আপনাকে গুনতে হবে সাড়ে ৪ লাখ ডলার।

সম্প্রতি ভার্জিন গ্যালাকটিক তাদের প্রথম মহাকাশ পর্যটনের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দিয়েছে। পর্যটকবাহী প্রথম মহাকাশ ফ্লাইট যাবে ১০ আগস্ট। নিউ মেক্সিকোর স্পেসপোর্ট থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে ৯০ মিনিটের এই মহাকাশ ফ্লাইট শুরু হবে। এবারের যাত্রায় যাবেন তিনজন। মহাকাশ ভ্রমণে ইচ্ছুকদের টিকিটের ক্ষেত্রে তিনটি প্যাকেজ থেকে বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে ভার্জিন গ্যালাকটিক। একক টিকিট নিলে তার দাম সাড়ে ৪ লাখ ডলার। ভার্জিন গ্যালাকটিকের রকেটে করে মহাকাশে যাওয়ার অভিজ্ঞতা নিতে এখন পর্যন্ত ৮০০ জনের বেশি গ্রাহক তালিকাভুক্ত হয়েছেন। ধাপে ধাপে তাদের সুযোগ দেওয়া হবে। এই মহাকাশযানটি একটি বড় বিমানের নিচে যুক্ত থাকে। পরে ৪৫ হাজার ফুট উপরে গেলে পরিবহন বিমান থেকে রকেট ইঞ্জিনচালিত মহাকাশযান ‘ইউনিটি’ আলাদা হয়ে আরও ৫০ মাইল উপরে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে চলে যায়। আগামী আগস্ট মাসের মিশনটি একই উপায়ে সম্পন্ন হবে বলে তথ্য দিয়েছে প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় সাইট এসগ্যাজেট। 

সর্বশেষ খবর