শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ইউটিউবের মনিটাইজেশন এখন আরও সহজ

টেকনোলজি ডেস্ক

ইউটিউবের মনিটাইজেশন এখন আরও সহজ

ইউটিউবে টাকা উপার্জন কিন্তু মোটেও সহজ নয়। তার জন্য বেশ কিছু কঠিন ধাপ পেরোতে হয়। যার ফলে অনেকেই চ্যানেল খুললেও খানিকটা হতাশ হয়েই মাঝপথে বন্ধ করে দেন ভিডিও আপলোড। তাদের কথা ভেবেই মনিটাইজেশন পদ্ধতিতে কিছুটা সহজ করল ইউটিউব। এতদিন ইউটিউব থেকে উপার্জন শুরু করার ক্ষেত্রেও বেশকিছু ধাপ পেরোতে হতো। পলিসি অনুযায়ী, যে কোনো চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কমপক্ষে হতে হতো ১ হাজার এখানেই শেষ নয়, ওয়াচ আওয়ার হতে হতো ৪ হাজার ঘণ্টা। তবে ভিডিওতে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার বা শর্টটে ১০ মিলিয়ন ভিউ হলেও চ্যানেলে মনিটাইজেশন হতো। কিন্তু এ লক্ষ্য পূরণ করা নতুন চ্যানেলের জন্য অত্যন্ত কঠিন।

সে কথা চিন্তা করেই পদক্ষেপ করল ইউটিউব। এবার আর ১ হাজার নয়, সাবক্রাইবারের সংখ্যা ৫০০ হলেই চ্যানেল মনিটাইজেশন হবে। অর্থাৎ উপার্জন করতে পারবেন টাকা। তবে সেই সঙ্গে ওয়াচ আওয়ার হতে হবে ৩ হাজার ঘণ্টা। তবে এ মুহূর্তে নির্দিষ্ট কয়েকটি দেশের ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন। তার মধ্যে আছে আমেরিকা, কানাডা, তাইওয়ান ও সাউথ কোরিয়া। ইউটিউবের এ সিদ্ধান্ত নতুন বা ছোট ক্রিয়েটারদের সাহায্য করবে বলেই মনে করছে সংস্থা। প্রসঙ্গত, ইউটিউবে ভিডিও আপলোড করে তার ভিডিওর ভিত্তিতেই যে উপার্জন হয় তা নয়। সঙ্গে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ। যার বিনিময়ে মোটা টাকা উপার্জন করেন ক্রিয়েটাররা। বলা যায়, বর্তমান সময়ে উপার্জনের একটা বড় সুযোগ দিচ্ছে ইউটিউব।

সর্বশেষ খবর