শিরোনাম
শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

৩ হাজার বছর আগের তীরের ফলা

টেকনোলজি ডেস্ক

৩ হাজার বছর আগের তীরের ফলা
নতুন এ আবিষ্কার বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘উল্কাপিণ্ড থেকে পাওয়া লোহার এত আগ থেকে ব্যবহারের এমন প্রমাণ একেবারেই বিরল একটি ঘটনা।’ গবেষণা সূত্রে জানা যায়, ওই সময়টায় আকরিক থেকে মানুষ লোহা নিষ্কাশন করতে না পারলেও কোনো কোনো এলাকায় পড়া উল্কাপিণ্ড থেকে লোহা সংগ্রহ করতে পারছিল

খ্রিস্টপূর্ব ৮০০-৯০০ অব্দের দেড় ইঞ্চি দৈর্ঘ্যরে তীরের ফলা সংগ্রহ করা হয় সুইজারল্যান্ডের মরিগেনের বিয়েল হ্রদের তীরের একটি প্রাচীন বসতি এলাকা থেকে। এটি খোঁড়াখুঁড়ি করা হয় ২০ শতকে। গবেষণায় উল্লেখ করা হয়েছে, প্রায় তিন হাজার বছর বয়স্ক তীরের ফলাটি তৈরি করা হয় যে লোহা দিয়ে, সেটি সংগ্রহ করা হয় এস্তোনিয়ায় পড়া একটি উল্কাপিণ্ড থেকে। আর এটা প্রমাণ করে উল্কাপিণ্ড থেকে পাওয়া লোহার বাণিজ্য বা কেনাবেচা হতো ইউরোপে খ্রিস্টপূর্ব ৮০০ সাল বা এরও আগে। এত আগ থেকে এ ধরনের লোহা ব্যবহারের বিষয়টিকে খুব আশ্চর্যজনক বলে মনে করছেন গবেষকরা। নতুন এ আবিষ্কার বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘উল্কাপিণ্ড থেকে পাওয়া লোহার এত আগ থেকে ব্যবহারের এমন প্রমাণ একেবারেই বিরল একটি ঘটনা।’ গবেষণা সূত্রে জানা যায়, ওই সময়টায় আকরিক থেকে মানুষ লোহা নিষ্কাশন করতে না পারলেও কোনো কোনো এলাকায় পড়া উল্কাপিণ্ড থেকে লোহা সংগ্রহ করতে পারছিল। এর আগে উল্কাপিণ্ড থেকে পাওয়া লোহা ব্যবহার করে তৈরি বিভিন্ন বস্তু তুরস্ক, গ্রিস, সিরিয়া, ইরাক, লেবানন, মিসর, ইরান, রাশিয়া ও চীনে পাওয়া গেছে। তবে এ ধরনের নিদর্শন আগে শুধু মধ্য ও পশ্চিম ইউরোপের দুটি স্থানেই আবিষ্কৃত হয়েছে, দুটিই পোল্যান্ডে।

সর্বশেষ খবর