শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পুরনো অ্যাপ ফোনে না রাখার পরামর্শ গুগলের

টেকনোলজি ডেস্ক

পুরনো অ্যাপ ফোনে না রাখার পরামর্শ গুগলের

তথ্য চুরি, ফোনের ক্ষতি করা নানা কারণে গুগল বিভিন্ন সময়ে শত শত অ্যাপ নিষিদ্ধ করেছে। সম্প্রতি ৪৩ অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল। এমন না যে, সব অ্যাপ নকল। আসলের মতো দেখতে এসব অ্যাপে থাকে হ্যাকারদের নানা স্ক্যাম। এমনকি এই অ্যাপগুলো কোটি কোটি ব্যবহারকারীর ফোনেও আছে। গুগলের নীতি ভঙ্গ করার জন্য অ্যাপগুলো প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে টেক জায়ান্ট গুগল। গুগলের অভিযোগ অ্যাপগুলো ডিভাইসের স্ক্রিন বন্ধ থাকলে বিজ্ঞাপন লোড করত, যার ফলে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যেত।

আবার এমন কিছু অ্যাপ ছিল যেগুলো ব্যবহারকারীর ফোনের তথ্য চুরি করছিল। অ্যাপগুলো বিভিন্ন ডিএমবি প্লেয়ার, মিউজিক ডাউনলোডার, নিউজ এবং ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনের ছদ্মবেশে ছিল। একবার কোনো ডিভাইসে ইনস্টল হয়ে গেলে, ব্যবহারকারীদের তথ্য চুরি করা শুরু করত। গুগল ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক করছে। যে কোনো অ্যাপ ডাউনলোড করতে তা ভালোভাবে দেখে নেওয়া এবং ফোনের সব অ্যাক্সেস অ্যাপটিকে না দেওয়া। সেই সঙ্গে পুরনো অ্যাপ ফোনে না রাখার পরামর্শ দিচ্ছেন তারা। নিয়মিত অ্যাপ আপডেট করুন।

সর্বশেষ খবর