শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মোবাইল ফোনে পানি ঢুকে পড়লে কী করবেন

টেকনোলজি ডেস্ক

মোবাইল ফোনে পানি ঢুকে পড়লে কী করবেন

অনেক ক্ষেত্রে দেখা যায় স্মার্টফোন পানিতে ভিজে গেছে কিংবা অসাবধানতাবশত পানিতে পড়ে গেছে। সেই সময় দোকানে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না একই সঙ্গে অনেক ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ছবি এবং নথি সবই স্মার্টফোন থেকে উড়ে যায়। যার ফলে একটা সমস্যার মুখে পড়তে হয়। তবে কিছু নিয়ম মাথায় রাখলে আপনার স্মার্টফোন সহজে পানিমুক্ত হতে পারে। প্রথমত, বর্তমানে বিভিন্ন ধরনের এয়ারটাইট ফোনের কভার পাওয়া যায়। বৃষ্টির সময় কিংবা জলাশয় ধারে কাছে গেলে সেই সমস্ত কভার ফোনে লাগিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা যার ফলে আপনি পানিতে ভিজলেও আপনার ফোন কোনোভাবেই পানিতে ভিজবে না। অন্যদিকে কোনো কারণবশত স্মার্টফোন যদি ভিজেও যায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব স্মার্টফোনের ভেতর থেকে সিম এবং মাইক্রো এসডি কার্ড বের করে নিন সম্ভব হলে ফোনের ব্যাটারিটি কেউ খুলে দিন যার ফলে শর্ট-সার্কিট হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। এরপরে একেবারে শুকনো জায়গায় ফোনটিকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। প্রয়োজনে আপনি তোয়ালে দিয়েও ফোনটিকে মুড়িয়ে রাখতে পারেন। কারণ তোয়ালে ফোনের ভেতরে থাকা সমস্ত পানি শুষে নেয়।

সর্বশেষ খবর