শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চালকবিহীন গাড়ি এখন বেঙ্গালুরুর রাস্তায়

টেকনোলজি ডেস্ক

চালকবিহীন গাড়ি এখন বেঙ্গালুরুর রাস্তায়

প্রথমবারের মতো রাস্তায় চালকবিহীন গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিলো ভারত। বেঙ্গালুরুর রাস্তায় এমন একটি চালকবিহীন গাড়ির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটিই ভারতের প্রথম চালকহীন গাড়ি বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ পোস্ট অনেকেই শেয়ার করেছেন। গাড়িটিকে হলিউডের বৈজ্ঞানিক কল্পকাহিনির কোনো সিনেমার গাড়ির সঙ্গেও তুলনা করছেন কেউ কেউ। বেঙ্গালুরুর এআইভিত্তিক স্টার্টআপ সংস্থা মাইনাস জিরো এই গাড়ির প্রোটোটাইপটি তৈরি করেছে। বর্তমানে পরীক্ষামূলক রাস্তায় চলছে বলে জানায় প্রতিষ্ঠানটি। জেডপড গাড়িতে সাধারণ গাড়ির মতো কোনো স্টিয়ারিং নেই। এর পরিবর্তে এই গাড়িতে উচ্চ রেজ্যুলুশনের ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। যা গাড়ি চালানো ও ট্রাফিক সিগন্যালকে তৎক্ষণাৎ বিশ্লেষণ করতে পারে।

সর্বশেষ খবর