শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চন্দ্রযানের সাফল্যে গুগলের বিশেষ ডুডল

টেকনোলজি ডেস্ক

চন্দ্রযানের সাফল্যে গুগলের বিশেষ ডুডল

ইতিহাস গড়ে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গেছে ভারতের চন্দ্রযান-৩। সফলভাবে সফট ল্যান্ডিং করেছে ল্যান্ডার বিক্রম। ইতিহাস গড়ে উচ্ছ্বসিত বিশ্ববাসী। নানারকমের কাজ করবে ইসরোর পাঠানো একাধিক যন্ত্র। বিপজ্জনক এই অংশে প্রথমবার পা রাখল কোনো দেশের চন্দ্রযান। ইসরোর এই কৃতিত্বে বিশেষ ডুডল তৈরি করেছে গুগল। একটি ভিডিও তৈরি করে ভারতের এই সাফল্য উদযাপনে শামিল হয়েছে গুগল। চন্দ্রযানের খুঁটিনাটি নিয়ে একটি বিশেষ পেজও তৈরি করা হয়েছে। গুগল ডুডলে দেখা যাচ্ছে, চোখ বুজে আরাম করে বসে রয়েছে চাঁদ। হঠাৎই চমকে উঠে চোখ খুলে ফেলল চাঁদমামা। সেই সময়েই ধীরে ধীরে চাঁদের মাটিতে নেমে পড়ে ভারতের চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। জিজ্ঞাসু চোখে সেদিকে তাকিয়ে রয়েছে চাঁদ, সেটাই দেখা গেল গুগল ডুডলের ভিডিওতে।

সর্বশেষ খবর