সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার যোগ করুন শর্টকাটে

টেকনোলজি ডেস্ক

হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার যোগ করুন শর্টকাটে

হোয়াটসঅ্যাপে এবার গ্রুপচ্যাট সামলানোর জন্য তারা মেম্বার যোগ করার শর্টকাট সুবিধা দিয়েছে। এ মুহূর্তে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার যুক্ত করতে হলে প্রথমে হোয়াটসঅ্যাপে গিয়ে গ্রুপ ইনফো দেখতে হয়। আর এ গ্রুপ ইনফো দিয়ে মেম্বার যুক্ত করতে গেলে আরও ঝামেলা পোহাতে হয়। কিন্তু হোয়াটসঅ্যাপ এবার এ প্রক্রিয়াও সহজ করবে বলে জানিয়েছে।

নতুন পদ্ধতিতে গ্রুপে একটি ব্যানার দেখা যাবে যেখান থেকে চ্যাটে থাকা অবস্থায়ই মেম্বার যুক্ত করা যাবে। তবে ওই গ্রুপ যদি এ শর্টকাট ব্যবহারের অনুমতি দেয়, তাহলেই তা ব্যবহার করা যাবে। আপাতত একটি বেটা আপডেট হিসেবে কয়েকজন আইফোন ব্যবহারকারী ব্যবহার করছেন। নতুন এ ফিচারের আরেকটি সম্ভাবনা রয়েছে। অন্তত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা নতুন মেম্বার যুক্ত করার বিষয়ে তৎপর থাকবে।

সর্বশেষ খবর