শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গুগলের ডার্ক ওয়েব রিপোর্ট ফিচার

টেকনোলজি ডেস্ক

গুগলের ডার্ক ওয়েব রিপোর্ট ফিচার

গুগলের ডার্ক ওয়েব রিপোর্ট ফিচারটি পুরো ডার্ক ওয়েব স্ক্যান করে এবং আপনাকে জানায় আপনার ডেটা ফাঁস হয়েছে কি না। অর্থাৎ আপনার ফোন থেকে কোনও তথ্য চুরি হয়েছে, আপনি তা এই ফিচারের সাহায্যে জেনে যেতে পারবেন। গুগল ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ডার্ক ওয়েব রিপোর্ট ফিচার চালু করেছে। এই ফিচারটি পুরো ডার্ক ওয়েব স্ক্যান করে এবং আপনাকে জানায় আপনার ডেটা ফাঁস হয়েছে কি না। আপনার কোন ইমেল অ্যাকাউন্ট, ফোন নম্বর বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ডেটা ফাঁস হয়েছে তাও জানা যায়।

যেভাবে আপনার অ্যাকাউন্টে ডার্ক ওয়েব রিপোর্ট চালু করবেন-

>> আপনার ফোনের গুগল অ্যাপের সর্বশেষ সংস্করণ ডাউনলোড এবং ইনস্টল করুন।

>>  প্রোফাইল আইকনে ক্লিক করুন এবং ডার্ক ওয়েব রিপোর্ট অপশন ক্লিক করুন।

>> এখন রান স্ক্যান বোতামে ট্যাপ করুন।

এর পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। স্ক্যান করার পর আপনি সম্পূর্ণ ডার্ক ওয়েব রিপোর্ট পাবেন। যদি আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে থাকে, তবে গুগল আপনাকে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে বলবে।

সর্বশেষ খবর