শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

অদ্ভুত প্রাণীর দেহাবশেষ

টেকনোলজি ডেস্ক

অদ্ভুত প্রাণীর দেহাবশেষ

এর খোঁজ পাওয়া গিয়েছে বহু দিন আগে। তারপর থেকেই চলছে গবেষণা। নাম ‘ফিজি মারমেইড’। এটি দেখতে কিছুটা বাঁদরের মতো, আর কিছুটা মাছের মতো। আবার দেখতে আংশিকভাবে সরীসৃপের মতো। প্রাণীটির অবশিষ্টাংশগুলো ১৯ শতকের। এগুলোকে একজন আমেরিকান নাবিক জাপান থেকে ইন্ডিয়ানাতে নিয়ে এসেছিলেন। তারপর তিনি ১৯০৬ সালে ক্লার্ক কাউন্টি হিস্টোরিক্যাল সোসাইটিতে সেই অবশিষ্টাংশগুলো দান করেছিলেন। এখনো পর্যন্ত একদল গবেষক এই প্রাণীটি আদতে কী, তা খুঁজে বের করার চেষ্টা করছে। নর্দার্ন কেনটাকি ইউনিভার্সিটির রেডিওলজি বিভাগের গবেষক শিক্ষার্থীরা কিছু বিশেষ আধুনিক কৌশলের সাহায্যে এই জীবের ওপর পরীক্ষা চালাচ্ছেন। রেডিওলজিক বিজ্ঞানের ছাত্র আমান্ডা নাশালস্কি বলেছেন, “আমি মনে করি এটা চমৎকারের থেকে কম কিছু নয়।” তিনি বলেন, “এর আগে এমন কোনো জীব দেখা যায়নি। এমনকি এমন কোনো জীব নিয়ে গবেষণাও করিনি। তাই আশাই করিনি যে, এমন কিছু থাকতে পারে।” রেডিওলজিক সায়েন্সের অধ্যাপক ডক্টর জোসেফ ক্রেসের মতে, তাদের উদ্দেশ্য হলো দেহাবশেষের কোনো রকম ক্ষতি না করে যতটা সম্ভব তথ্য খুঁজে বের করা। ডক্টর জোসেফ ক্রেসের মতে, এক্স-রে দিয়ে এই গবেষণা করা হচ্ছে। প্রাণীটির কোনো অংশকেই ভাঙা হচ্ছে না। যতটা সম্ভব অক্ষত রেখেই করা হচ্ছে গবেষণা।

সর্বশেষ খবর