শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আইফোন ১৫ গরম হয়ে গেলে...

টেকনোলজি ডেস্ক

আইফোন ১৫-এর প্রো ও প্রো ম্যাক্স গরম হয়ে যাওয়ার অভিযোগ ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যম সিএনবিসি বলছে, এসব অভিযোগ আমলে নিয়ে নতুন আপডেট এনেছে অ্যাপল। গ্রাহকেরা অভিযোগ করেন, গেম খেলা, ফোনে কথা বলা বা ভিডিও চ্যাটের সময়ও ফোন গরম হচ্ছে। আর চার্জের সময় এটি আরও বেশি হচ্ছে। এ সমস্যার বিষয়ে অবগত হওয়া পর অ্যাপলের পক্ষ থেকে একটি পুরোনো আর্টিকেল দেখানো হয়, যার মাধ্যমে কীভাবে ফোনকে ঠান্ডা রাখতে হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ফোনের কন্ট্রোল সেন্টার বা সেটিংসের ব্যাটারি সেকশনে গিয়ে ‘লো পাওয়ার মোড’ চালু করতে হবে। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে সচল থাকা অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে, রিফ্রেশ ৬০ হার্টজ হবে এবং ব্রাইটনেস লেভেলও কমবে। সরাসরি সূর্যের আলোর নিচে বা অতিরিক্ত গরম পরিবেশে ফোনগুলো বেশিক্ষণ রাখা যাবে না। সেটিংসের জেনারেল সেকশন থেকে অ্যাপের ব্যাকগ্রাউন্ড রিফ্রেশ অপশন বন্ধ করে দিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর