রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভিডিও কলে গান শুনে শেয়ারও করা যাবে হোয়াটসঅ্যাপে

টেকনোলজি ডেস্ক

ভিডিও কলে গান শুনে শেয়ারও করা যাবে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলার সময় আপনি মিউজিক শেয়ার করার অপশন পাওয়া যাবে। লাইভ গান চালাতে পারবেন যাতে ভিডিও কলের বাকি সবাই শুনতে পায়। হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে এ নতুন ফিচারটি চালু করতে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ আইওএস বেটা ভার্সন ২৩.২৫.১০.৭২- এখানে ব্যবহারকারীদের অন্য ব্যবহারকারীর সঙ্গে স্ক্রিন শেয়ার করা এবং একসঙ্গে গান শোনার সুবিধা দেয়া হয়েছে। এই স্ক্রিন শেয়ার ফিচারে শুধু যে অডিও বা গান শেয়ার করা যাবে তা কিন্তু নয়, মিউজিক ভিডিও-ও শেয়ার করতে পারবেন ইউজাররা। অন্যদিকে টেস্টারদের নিরিখে হোয়াটসঅ্যাপের ভিডিও কলের মাঝে গান শেয়ার করা এবং তা চালানোর ফিচারটি পাস করেছে। এবার শুধু সব ব্যবহারকারীর জন্য এই ফিচার চালু হওয়ার পালা। মূলত আইওএস ভার্সনে অর্থাৎ আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময়ে স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে গান শোনা কিংবা মিউজিক ভিডিও শেয়ারের কাজ করতে পারবেন। আপাতত আইওএস ভার্সনেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার লঞ্চ হতে চলেছে।

সর্বশেষ খবর