বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চমকপ্রদ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

চমকপ্রদ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে। জানা গেছে, আশপাশের মানুষের সঙ্গে দ্রুত ফাইল শেয়ারের জন্য নতুন ফিচার আনছে অ্যাপটি। যা অ্যান্ড্রয়েডের ‘নিয়ারবাই শেয়ার’ ফিচারের মতো কাজ করবে। তবে এটি ব্যবহারের জন্য সেন্ডার (প্রেরক) ও রিসিভার (গ্রাহক) ডিভাইস কাছাকাছি থাকতে হবে। হোয়াটসঅ্যাপের ওয়েব ডব্লিউএবেটাইনফো বলছে, ফাইল শেয়ারিং ফিচারটি অ্যান্ড্রয়েড ২.২৪.২.১৭-এর জন্য হোয়াটসঅ্যাপ বেটায় উপলব্ধ এবং ফাইলগুলো পাঠাতে ও গ্রহণ করতে ব্যবহারকারীদের একটি নতুন বিভাগ ওপেন করতে হবে। ইতোমধ্যে ওয়েবসাইটে ফিচারটির একটি স্ক্রিনশট প্রকাশ হয়েছে। স্ক্রিনশট অনুযায়ী, ফাইল রিসিভ করতে গ্রাহকের ডিভাইসটিকে ঝাঁকাতে হবে। কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিরাই শুধু গ্রাহকের ডিভাইসে ফাইল পাঠাতে পারবেন। টেক্সট ও ভয়েস মেসেজের মতো এই ফিচারও অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশনের আওতায় থাকবে।

সর্বশেষ খবর