বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অ্যান্ড্রয়েডেও এক্সের কলিং ফিচার

অ্যান্ড্রয়েডেও এক্সের কলিং ফিচার

আইওএসের পর অ্যান্ড্রয়েডেও অডিও-ভিডিও কলিং ফিচার চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও একে অন্যের সঙ্গে অডিও-ভিডিও কলে যুক্ত হতে পারবে। ২০২৩ সালের আগস্টে প্রথম এ ফিচার আনার কথা জানিয়েছিলেন এক্সের সিইও লিন্ডা ইয়াকারিনো। সে বছরের অক্টোবরে অ্যাপলের আইওএস ডিভাইসের জন্য প্রথম ফিচারটি চালু করা হয়। এখনো সব অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য অডিও-ভিডিও কলিং ফিচারটি উন্মুক্ত করা হয়নি। তবে যে কেউ চাইলেই ইনকামিং কল রিসিভ করতে পারবে। তবে আউটগোয়িং কল করার সুযোগ পাবে শুধু এক্সের পেইড গ্রাহকরা। ফিচারটির মাধ্যমে কল করার জন্য কোনো ফোন নম্বরের প্রয়োজন হবে না। এক্স অ্যাপের সেটিংসে গেলেই অ্যানাবল অডিও অ্যান্ড ভিডিও কলিং নামে নতুন টগল পাওয়া যাবে। এ টগল চালু করলে নতুন ফিচারটি ব্যবহার করা যাবে।

সর্বশেষ খবর