সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সাইবার জগতে নতুন হুমকি ‘জাঙ্ক গান’

টেকনোলজি ডেস্ক

সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস ‘জাঙ্ক গান র‌্যানসমওয়্যার : পিসশুটারস ক্যান স্টিল প্যাক এ পাঞ্চ’ শীর্ষক একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। সাইবার জগতে এক নতুন হুমকি, জাঙ্ক গান (Junk Gun) র‌্যানসমওয়্যার সম্পর্কে বিস্তারিত এ প্রতিবেদনে উঠে এসেছে।  সফোস এক্স-অ্যাপস ২০২৩ সাল থেকে ডার্ক ওয়েবে এমন ১৯টি ‘জাঙ্ক গান’ র‌্যানসমওয়্যার ভ্যারিয়েন্ট পেয়েছে, যা সুলভমূল্যে আলাদাভাবে তৈরি করা হয়েছে। প্রায় এক দশক ধরে চলমান র‌্যানসমওয়্যার-এস-এ-সার্ভিস (আরএএএস) মডেলের সাইবার হামলার পরিবর্তে এ জাঙ্ক গান র‌্যানসমওয়্যার বিস্তার ঘটাতে চেষ্টা করছে ডেভেলপাররা। এ র‌্যানসমওয়্যারগুলো তৈরি এবং বিক্রি করতে কেবল এককালীন ব্যয় প্রয়োজন হয়। ব্যক্তি পর্যায়সহ ছোট এবং মাঝারি আকারের প্রতিষ্ঠানে হামলা করার জন্য এই র‌্যানসমওয়্যার ব্যবহার করতে পারে সাইবার হামলাকারীরা। সফোস রিপোর্টে দেখা গেছে, ডার্ক ওয়েবে এ জাঙ্ক গান র‌্যানসমওয়্যার ধরনগুলোর মূল্য গড়ে ছিল ৩৭৫ ডলার। যেখানে আরএএএস মডেলের কিছু টুলসের দাম প্রায় ১ হাজার ডলারেরও বেশি হয়ে থাকে। অর্থাৎ জাঙ্ক গান র‌্যানসমওয়্যার তুলনামূলকভাবে কম মূল্যেই ক্রয় করতে পারে সাইবার হামলাকারীরা।

সর্বশেষ খবর