রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

অ্যাপ আপডেট রাখুন

টেকনোলজি ডেস্ক

অ্যাপ আপডেট রাখুন

নিয়মিত ফোন আপডেট করা দরকার। কোনো অ্যাপ যদি আপডেট না করেন তাহলে একাধিক সমস্যায় পড়তে পারেন। কারণ পুরনো ভার্সনে যে সমস্যাগুলো থাকে তা ঠিক করা হয় নতুন ভার্সনে। ফলে হ্যাকিং বা স্প্যামিং সংক্রান্ত সমস্যার মুখে পড়ার সম্ভাবনা কম থাকে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ আপডেট করতে-

>> প্রথমে ফোনের প্লে স্টোর অপশন ওপেন করুন

>> তারপর উপরে ডানদিকে প্রোফাইল অপশনে ক্লিক করুন

>> এখানে সেটিংস অপশনে ট্যাপ করতে হবে

>> তারপর আসতে হবে অ্যাবাউট অপশনে

>> এখানে ক্লিক করে প্লে স্টোরের ভার্সন দেখা যাবে

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর