শিরোনাম
সোমবার, ৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আইফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়বে যে কৌশলে

টেকনোলজি ডেস্ক

আইফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়বে যে কৌশলে

আইফোন ব্যবহারে পদ্ধতিটা হবে ভিন্ন। যাকে প্রযুক্তির ভাষায় বলা হয় পার্সিয়াল চার্জিং। অর্থাৎ ৮০ থেকে ৯০ শতাংশ চার্জ হয়ে গেলে আইফোনের চার্জিং বন্ধ করে দিতে হবে। এর কারণ- শতভাগ চার্জ দিতে গিয়ে ফোনে বোল্টেজের মাত্রা বেড়ে যায়, যা ব্যাটারিতে প্রভাব ফেলে।

 

আইফোনের ব্যাটারি বেকআপ নিয়ে যারা চিন্তিত তাদের ডিভাইসটি দীর্ঘদিন ভালো রাখতে যত্নবান হওয়া প্রয়োজন। বিশেষ করে ফোনের ব্যাটারি ব্যাকআপ ঠিক রাখতে প্রয়োজন কিছু কৌশল। এক্ষেত্রে আইফোনের ব্যাটারি টেকসই করতে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়ে থাকেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ফোনে শতভাগ চার্জ হলে আমাদের মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করতে দেখা যায়। এক্ষেত্রে আইফোন ব্যবহারে পদ্ধতিটা হবে ভিন্ন। যাকে প্রযুক্তির ভাষায় বলা হয়- পার্সিয়াল চার্জিং। অর্থাৎ ৮০ থেকে ৯০ শতাংশ চার্জ হয়ে গেলে আইফোনের চার্জিং বন্ধ করে দিতে হবে। এর কারণ- শতভাগ চার্জ দিতে গিয়ে ফোনে বোল্টেজের মাত্রা বেড়ে যায়, যা ব্যাটারিতে প্রভাব ফেলে। এ জন্য ব্যবহারকারী ফোনে চার্জিং লিমিট সেটিংস করতে পারেন। সেটিংয়ে গিয়ে ৮০ শতাংশ চার্জিং লিমিট সেট করা যায় খুব সহজেই। পরক্ষণে প্রয়োজন হলে আবারও এ চার্জিং লিমিট বন্ধ করে দিলেই আপনার আইফোনে ১০০ শতাংশ চার্জ হবে। যদিও বিশেষজ্ঞদের মতে, আইফোনের নিয়মিত ৪০ থেকে ৬০ শতাংশ কিংবা ৬০ থেকে ৭৫ শতাংশ চার্জ দিলে আরও ভালো। অনেকের অভ্যাস ফোন বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত চার্জ দেন না। এ অভ্যাস আইফোনের জন্য মোটেই ঠিক নয়। এক্ষেত্রে আইফোনে ২০ শতাংশের নিচে চার্জ নামতে দেওয়া যাবে না। কখনো যদি ফোনে চার্জ না থাকায় বন্ধ হয়ে যায়- তখন শতভাগ চার্জ দিতে হবে। এমন ঘটনার বারবার হলে ব্যাটারি বেশি দিন ভালো থাকবে না। আইফোন চার্জ দেওয়ার সময় ব্যবহার করা ঠিক নয়। এ সময়ে স্বাভাবিক ব্যবহার যেমনি করা যাবে না, তেমনি গেম খেলা, ভিডিও দেখা, কথা বলা, গান শোনা যাবে না। এতে ব্যাটারি ক্ষতির মুখে পড়ে। কারণ এ সময় ব্যবহার করলে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে। ফোনে চার্জ দেওয়ার ক্ষেত্রে অ্যাপেলের অ্যাডাপ্টারই ব্যবহার করতে হবে। ফোনের সঙ্গে পাওয়া চার্জার ব্যবহার করতে হবে। কোনো কারণে চার্জার নষ্ট হয়ে গেলে, যত দ্রুত সম্ভব অ্যাপেলের চার্জার সংগ্রহ করতে হবে। এ ছাড়াও ফোন এমন স্থানে রেখে চার্জ দিতে হবে, যেখানে রাখলে গরম হবে না।

সর্বশেষ খবর