শিরোনাম
সোমবার, ৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মুছে ফেলুন ইউটিউব সার্চ হিস্ট্রি

টেকনোলজি ডেস্ক

মুছে ফেলুন ইউটিউব সার্চ হিস্ট্রি

কীভাবে ডেস্কটপ ইউটিউব হিস্ট্রি রেকর্ড অফ করবেন দেখে নিন-

>> প্রথমে ডেস্কটপে ইউটিউব ওপেন করে ‘হিস্ট্রি’ অপশনে ক্লিক করুন।

>> এবার এখানে আপনি কী কী সার্চ করেছেন, কী কী ভিডিও দেখেছেন তা দেখা যাবে।

>> ইউটিউব সার্চ হিস্ট্রি বন্ধ করার জন্য এখানে ‘টার্ন অফ’ অপশন থাকে তাতে ক্লিক করুন।

>> তাহলেই ইউটিউব আপনার সার্চ হিস্ট্রি রেকর্ড করা পজ করে দেবে।

স্মার্টফোন থেকে করতে চাইলে-

>> আপনার স্মার্টফোন থেকে ইউটিউব অ্যাপে যান।

>> এবার সেটিংসে যেতে হবে।

>> সেখানে ‘ম্যানেজ অল হিস্ট্রি’ অপশনে ট্যাপ করতে হবে।

>> পরবর্তী পেজে ‘সেভিং ইওর ইউটিউব হিস্ট্রি’ অপশনে ট্যাপ করতে হবে।

>> তারপর আনচেক করলেই আপনার সার্চ হিস্ট্রি রেকর্ড করা বন্ধ করে দেবে ইউটিউব।

জেনে নিন কীভাবে ইউটিউব সার্চ হিস্ট্রি মুছে ফেলতে পারবেন-

>> এ জন্য ফোনের ইউটিউবের ‘হিস্ট্রি অপশনে আসতে হবে।

>> সেখানে উপরে থ্রি ডটে ক্লিক করলে ‘ক্লিয়ার সার্চ’ হিস্ট্রি আসবে।

>> এই অপশন ট্যাপ করলেই ডিলিট হয়ে যাবে সব সার্চ।

>> পাশাপাশি ম্যানেজ হিস্ট্রিতে ক্লিক করলে একটি ক্যালেন্ডার আসবে।

>> তাতে ক্লিক করে কোন তারিখ থেকে কত তারিখের সার্চ হিস্ট্রি ডিলিট করতে চান সেই অপশন পেয়ে যাবেন।

সর্বশেষ খবর