বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

প্রবীণ হাসপাতালের পাশে শেষ হয় না জলাবদ্ধতা!

গোলাম রাব্বানী

প্রবীণ হাসপাতালের পাশে শেষ হয় না জলাবদ্ধতা!

বৃষ্টি হলেই হাঁটু পানিতে ডুবে থাকে প্রবীণ হাসপাতাল সংলগ্ন এই রাস্তাটি

জলাবদ্ধতা স্থায়ীরূপ নিয়েছে প্রবীণ হাসপাতালের পাশের রাস্তায়। বৃষ্টি শেষ হয়, কিন্তু জলাবদ্ধতা শেষ হয় না ওই রাস্তার। আগারগাঁওয়ের আইডিবি সড়কের শেষ মাথায় ই ব্লকের এ সড়কটি কারিগরি শিক্ষা বোর্ড সড়ক নামেও পরিচিত। এখানে ওয়াসার ড্রেনেজ সংযোগ না থাকায় ভারি বৃষ্টি হলেই সড়কটি হাঁটু পানিতে ডুবে যায়। আর অল্প বৃষ্টি হলে তৈরি হয় জলাবদ্ধতা। যদিও সড়কের মালিকানা গণপূর্ত অধিদফতরের। রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের। কিন্তু লিখিত অভিযোগ না পাওয়ায় সংস্কার কাজ করছে না তারা। সরেজমিন দেখা যায়, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ (প্রবীণ হাসপাতাল) সামনে থেকে স্থপতি ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবন পর্যন্ত ছড়িয়ে থাকে এ জলাবদ্ধতা। নোংরা পানিতে ময়লা-আবর্জনা জমে ছোটখাটো ডোবায় পরিণত হয় সড়কের এ অংশ। ছড়ায় অসহনীয় দুর্গন্ধ। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর ধরে সড়কটির এই অংশে জলাবদ্ধতা থাকে। সড়কটির চারপাশে আছে গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি দফতর ও বেসরকারি প্রতিষ্ঠান। আছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), পাসপোর্ট অফিস, প্রবীণ হাসপাতাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সমাজসেবা অধিদফতর, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ইসলামিক ফাউন্ডেশন, নির্বাচন কমিশনের নির্মাণাধীন প্রধান কার্যালয়, পাবলিক সার্ভিস কমিশনসহ নানা প্রতিষ্ঠান। ফলে বৃষ্টি, এমনকি সাধারণ দিনগুলোতেও দুর্ভোগে পড়েন এ সড়ক ব্যবহারকারীরা। কিন্তু এসব প্রতিষ্ঠানের কেউ এই রাস্তার সংস্কার নিয়ে মাথা ঘামাচ্ছেন না। সব সময় জলাবদ্ধতা আর দুর্গন্ধের কারণে সড়কের এই অংশ ব্যবহারের অনুপযোগী। সড়কটি বাঁয়ে গিয়ে মিশেছে আগারগাঁও-শ্যামলী লিঙ্ক রোডে। এদিক দিয়ে কল্যাণপুর, মোহাম্মদপুর, মিরপুর ও গাবতলীতে যাওয়া যায়। আর ডানের রাস্তাটা চলে গেছে ভাঙা ব্রিজ (বড় রাস্তার মাথা), মিরপুর ১ ও ২ নম্বর, ৬০ ফুট রাস্তা (নতুন) ও পশ্চিম আগারগাঁওয়ের দিকে। ঢাকা ওয়াসার একজন কর্মকর্তা বলেন, সড়কটি ওয়াসার ৪ নম্বর জোনের মধ্যে পড়ে। কিন্তু এটি রক্ষণাবেক্ষণের সব দায়দায়িত্ব গণপূর্ত অধিদফতরের (পিডব্লিউডি)। সেখানে ওয়াসার নিজস্ব কোনো ড্রেনেজ সংযোগ নেই। পুরোটাই সরকারি জায়গা। এখনো সড়কটি ওয়াসা কিংবা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করেনি পিডব্লিউডি।

পিডব্লিউডির কর্মকর্তারা জানান, আগারগাঁওয়ের অধিকাংশ রাস্তাই পিডব্লিউডির অধীনে। ওই রাস্তার যারা ব্যবহারকারী, অর্থাৎ সড়কের আশপাশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি পিডব্লিউডির কাছে লিখিত অভিযোগ জানায়, তাহলে আমরা ত্বরিত ব্যবস্থা নেব।

সর্বশেষ খবর