মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সড়কজুড়ে ময়লার ভাগাড়

আফজাল, টঙ্গী

সড়কজুড়ে ময়লার ভাগাড়

গাজীপুরে সড়কে ময়লার ভাগাড় আর সামান্য বৃষ্টিতে নগরজুড়ে জলাবদ্ধতার কারণে দুর্ভোগের শিকার নগরবাসী। মেয়র মান্নান দায়িত্ব নিলেও অসুস্থতাসহ নানা কারণে ঠিকমতো অফিস করছেন না। মেয়র অফিসে না আসায় সদর জোন, টঙ্গী জোনসহ সব কটি জোনে বেশ কিছু কর্মকর্তা দুপুরের পর অফিস করেন না। সবমিলে নগর সেবায় বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে। নগর ঘুরে জানা যায়, নগরীর সড়কে সড়কে এখন ময়লার ভাগাড়। আবার পয়ঃনিষ্কাশনের অভাবে ড্রেনের পানি উপচে সড়কে ওঠায় জলাবদ্ধতার সৃষ্টি, রাস্তাঘাট খানাখন্দে ভরাসহ চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। নগরীর টঙ্গী সিলমুন, মরকুন, স্টেশন রোড, মছিমপুর, পাগাড়, চেরাগআলী, কলেজগেট, দত্তপাড়া, আউচপাড়া, মোল্লাবাড়ি রোড, খাঁ-পাড়া, বড়বাড়ি, মিরের বাজার, পূবাইল, বোর্ডবাজার, মালেকের বাড়ি, গাজীপুর সদরসহ এলাকাজুড়ে ময়লার ভাগাড়। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ও দায়িত্বে অবহেলার কারণেই জনদুর্ভোগ বাড়ছে। আউচপাড়া এলাকার এক বাসিন্দা নাছরিন আক্তার বলেন, সড়কে যেভাবে ময়লা-আবর্জনা পড়ে আছে, দেখলে মনে হয় ময়লার শহর গাজীপুর। অপর এক নাগরিক বলেন, মেয়র মান্নান গত তিন মাসের মধ্যে ১ সপ্তাহও অফিস করেননি ঠিকমতো। বাসায় বসে অফিসের কার্যক্রম চালান। ৪৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বাশার বলেন, বাড়ির ট্যাক্সের ব্যাপারে তিন দিন নগর ভবনে গিয়ে মেয়রকে পাইনি। এটা দুঃখজনক। মেয়র গাজীপুর নগর ভবনে অফিস করলে আমাদের সিএনজি ভাড়া করে ঢাকা যেতে হতো না। গাজীপুর থেকে সিএনজি ভাড়া করে মেয়রের ঢাকার বাসভবনে গিয়েও কোনো কাজ হয়নি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সিটির কর্মকর্তা-কর্মচারীরা বলেন, অফিস ফাইল নিয়ে মেয়রের বাসায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। এলাকাবাসী আরও বলেন, মেয়র মান্নানের ভাতিজা ওয়াসিম ও কতিপয় দলীয় কাউন্সিলর মেয়রকে পরিচালনা করছেন। এতে নগরীর উন্নয়ন স্থবির হয়ে পড়েছে। গাজীপুর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম বলেন, মেয়র অসুস্থ থাকায় বাসায় বসে কাজ করছেন, সুস্থ হলে হয়তো এমন হতো না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর