বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শীতের নগরীতে সাংস্কৃতিক উষ্ণতা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

শীতের নগরীতে সাংস্কৃতিক উষ্ণতা

কুমিল্লায় আলোকচিত্রী বাকীন রাব্বীর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন

শীতে কুমিল্লা নগরবাসীর মনে লেগেছে সাংস্কৃতিক উত্তাপ। ডিসেম্বরে নগরীতে উল্লেখযোগ্য সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর কুমিল্লা নগরীর টাউন হলে জাগ্রত মানবিকতা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। বক্তব্য রাখেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. আবদুল মান্নান, কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, নারী নেত্রী মেহেরুন্নেসা বাহার ও সংগঠনের সম্পাদক তাহসিন বাহার সূচনা। বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে মানুষের ঢল নামে।  

‘ঘুম’ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ২২ ও ২৩ ডিসেম্বর কুমিল্লা নগর উদ্যানের জামতলায় অনুষ্ঠিত হয়। রাইজিং জার্নালিস্ট ফোরাম সাংবাদিক বাকীন রাব্বীর ষষ্ঠ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীর উদ্বোধন করেন কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন (উত্তর)। বক্তব্য রাখেন সাহিত্যিক এহতেশাম হায়দার চৌধুরী, সাংবাদিক খায়রুল আহসান মানিক, শাহাজাদা এমরান, সাংস্কৃতিক সংগঠক সাজ্জাদুল কবীর, রাইজিং জার্নালিস্ট ফোরামের সভাপতি মাহফুজ নান্টু। প্রদর্শনীতে ক্লান্তি ও প্রশান্তিতে ঘুমিয়ে পড়া দেশের বিভিন্ন শ্রেণির মানুষের ৩৩টি ছবি স্থান পেয়েছে। কুমিল্লা পুলিশ লাইন মাঠে ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় কচিকাঁচার মেলার জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প।

পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচার মেলা এ ক্যাম্পের আয়োজন করে। এতে দেশের বিভিন্ন জেলার ২৪টি সংগঠন অংশ নেয়। এতে শিশু কিশোরদের প্যারেড, পিটি, আবৃত্তি, নাচ-গান, বক্তৃতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ক্যাম্প উদ্বোধন করেন মুক্তিযুদ্ধকালীন জাতীয় পতাকার রূপকার শিব নারায়ণ দাশ ও কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান। সমন্বয়ে ছিলেন পূর্বাশা কচিকাঁচা মেলার পরিচালক নাজমুল হাসান পাখী, যুগ্ম পরিচালক ড. আলী হোসেন চৌধুরী, মধুমিতা কচিকাঁচা মেলার পরিচালক অনিমা মজুমদার, ক্যাম্প পরিচালনা কমিটির সদস্য সচিব শাহ মো. সেলিম, সাবেরা মনি, নুরুল হাসান কচি, চন্দন দেবরায়, নিজাম উদ্দিন রাব্বী প্রমুখ।

২৮ থেকে ২৯ ডিসেম্বর কুমিল্লা সাংস্কৃতিক জোটের উদ্যোগে কুমিল্লা নগর উদ্যানের জামতলায় অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের বিজয় উৎসব। ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় সাংস্কৃতিক সংগঠক শহীদুল হক স্বপন, শরীফ আহমেদ অলী, আনিসুর রহমান, রেজবাউল হক রানা, উত্তম বহ্নি সেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর