বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
পাঠক প্রতিবেদন

পোস্তগোলা সেতুর রাস্তায় ধুলার রাজত্ব

পোস্তগোলা সেতুর রাস্তায় ধুলার রাজত্ব

জুরাইন-পোস্তগোলা সড়ক চলাচলের অনুপযোগী হলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সড়কে দিনরাত শুধু ধুলার আস্তরণ। এ জন্য এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছেন। ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) অন্যতম ব্যস্ত এলাকা জুরাইন-পোস্তগোলা সড়ক। জুরাইন থেকে পোস্তগোলা সেতুতে ওঠার সড়ক বেহাল অবস্থায় রূপ নিয়েছে। সড়কে ইট-খোয়া ওঠে গর্ত হয়ে গেছে। পুরো সড়কে একটু পরপর এ গর্ত চোখে পড়ে। বেহাল সড়কে গাড়ি আটকে বিকল হয়ে যাওয়া সাধারণ ঘটনা। জুরাইন রেললাইন থেকে পোস্তগোলা সেতুতে ওঠার রাস্তাটি সব সময় ধুলাবালি দিয়ে ভরা থাকে। একটার পর একটা গাড়ি যাচ্ছে আর ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ছে পুরো সড়ক। প্রতিদিন  নিয়মিত চলাচলকারী হাজার হাজার মানুষ কেউ মুখে মাস্ক ব্যবহার করে আবার কেউ কোনো রকমে নাক চেপে নিরুপায় হয়ে চলাচল করছে। রাস্তার ধুলাবালি বাসাবাড়িতেও ঢুকছে। রাস্তার আশপাশের দোকানগুলোতে ধুলার আস্তরণ পড়ে পুরু হয়ে গেছে। ভোরে ঝাড়ু দেওয়ার কথা থাকলেও পোস্তগোলা সেতুতে ওঠার এ রাস্তায় সকাল সাড়ে ৯টায় ঝাড়ু দেওয়ার চিত্র চোখে পড়ে। রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। দুর্গন্ধে নাক চেপে যাতায়াত করতে হয় এ সড়কে। এ সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী শিক্ষক সেলিনা আক্তার শাহীন বলেন, প্রতিদিন অনেক কষ্ট করে যানজট আর ধুলা ঠেলে এ রাস্তায় যাতায়াত করতে হয়। সড়কে যতক্ষণ থাকি দম বন্ধ হয়ে আসে।

সাধন সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

 

সর্বশেষ খবর