বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ড্রেন নয় যেন মরণ ফাঁদ!

আফজাল, টঙ্গী

ড্রেন নয় যেন মরণ ফাঁদ!

গাজীপুর শহরের ড্রেনগুলো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। নগরীর প্রতিটি শাখা সড়কে ড্রেনের ওপর ঢাকনা না থাকায় এবং নিয়মিত পরিষ্কার না করায় ময়লা জমে ড্রেন দিয়ে পানি চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া যেসব রাস্তা প্রশস্ত হয়েছে কিন্তু রাস্তার সঙ্গে ২/৩ ফুট ড্রেনের ঢাকনা না থাকায় ওই রাস্তা প্রশস্ত করার সুফল পাওয়া যাচ্ছে না। এমনকি ওই সড়কে চলাচল করতে গিয়ে পথচারী ও যানবাহন ড্রেনে পড়ে যাচ্ছে। তৈরি হয়েছে পথচারীর মৃত্যুঝুঁকির আশঙ্কা। এ বিষয়টি মেয়র, নগর পরিকল্পনাবিদ কারও নজরে আসে না। সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম যেন হ-য-ব-র-ল অবস্থায় পরিণত হয়েছে। মেয়র আবদুল মান্নান নিয়মিত নগরে অফিস না করায় এর প্রতিটি জোনের কর্মকর্তা-কর্মচারী খোশগল্প করে সময় পার করছেন। সরেজমিন ঘুরে দেখা যায়, নগরীর প্রতিটি শাখা সড়কে ড্রেনের ওপর ঢাকনা না থাকায় মরণ ফাঁদের সৃষ্টি হয়েছে। এ ছাড়া শত শত পরিচ্ছন্নকর্মী থাকা সত্ত্বেও ঠিকমতো কাজ না করায় সড়ক ও ড্রেনে ময়লার স্তূপ। অপরদিকে নগরীর পরিচ্ছন্নকর্মীরা ওয়ার্ড কাউন্সিলরদের ব্যক্তিগত কাজ করছে বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, শিলমুন, টিঅ্যান্ডটি, গোপালপুর, আরিচপুর, মিরেশপাড়া, দত্তপাড়া, এরশাদ নগর, আউচপাড়া, মোল্লাবাড়ী, সফিউদ্দিন রোড, কলেজ রোড, দেওড়া, মুদাফা, গাজীপুরা, বড়বাড়ী, বোর্ডবাজার, মালেকের বাড়ী, কাশিমপুর, কোনাবাড়ী, জয়দেবপুর চৌরাস্তা, শিববাড়ী, মিরাবাজার, পুবাইলসহ নগরীর বিভিন্ন এলাকায় শাখা সড়কে নেই কার্যকর ড্রেনেজ ব্যবস্থা। আর যেসব ড্রেন রয়েছে অধিকাংশ ড্রেনে ঢাকনা নেই।

এলাকাবাসী বলেন, এই ড্রেনগুলো যখন হয় তখন ঢাকনা না দেওয়ায় সব ময়লা ড্রেনে ফেলা হয়। পরে এই ড্রেন ময়লা আবর্জনায় জমাট হয়ে বন্ধ হয়ে যায়। ফলে বৃষ্টির দিনে ড্রেনের ময়লা আবর্জনা উপচে সড়কে আসে। এ বিষয়ে টঙ্গী জোনের নির্বাহী প্রকৌশলী লেহাজ উদ্দিন বলেন, আগে রাস্তার সঙ্গে যেসব ড্রেন হয়েছে সেসব ড্রেনের ওপর ঢাকনা দেওয়া হয়নি। এখন যেসব ড্রেন হচ্ছে তার ওপর ঢাকনা দেওয়া হচ্ছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম সিদ্দিকুর রহমান ড্রেনে ঢাকনা না থাকায় জনসমস্যার কথা স্বীকার করে বলেন, বড় বড় ড্রেনে ঢাকনা দেওয়া হয়, কিন্তু ছোট ড্রেনে ঢাকনা দেওয়া হয় না। কারণ, পরিচ্ছন্নকর্মীরা ঢাকনা উল্টে পরিষ্কার করতে চায় না। এ ব্যাপারে মেয়র আবদুল মান্নানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, যেখানে জনগণের সমস্যা হবে সেখানে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর