শিরোনাম
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
পাঠক প্রতিবেদন

শুঁটকির আড়তে বিপন্ন পরিবেশ

চট্টগ্রামের কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় রাস্তার পাশে উন্মুক্ত স্থানে শুঁটকি শুকানোর ফলে ব্রিজের পুরো এলাকার পরিবেশ বিপন্ন হয়ে পড়েছে। দক্ষিণ চট্টগ্রামের সব উপজেলা এবং বান্দরবান ও কক্সবাজার জেলার যাত্রীদের এসব দুর্গন্ধের মধ্যে যাতায়াত করতে হচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে চট্টগ্রাম শহরের মূল প্রবেশদ্বার কর্ণফুলী নতুন ব্রিজ। এই গুরুত্বপূর্ণ স্থাপনার পাশেই শুঁটকি শুকানোর জায়গা করা হয়েছে। মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ স্থানের পাশে শুঁটকির আড়ত গড়ে ওঠায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এ ব্যাপারে স্থানীয় যাত্রীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা অবিলম্বে এ শুঁটকির আড়ত অন্যত্র স্থাপনের জন্য পরিবেশ অধিদফতরের প্রতি দাবি জানিয়েছেন। বর্তমানে শুষ্ক মৌসুমে নতুন ব্রিজ এলাকা দুর্গন্ধে ভরা, সামনে বর্ষা মৌসুমে এ অবস্থা আরও ভয়াবহ হবে। তাই জনস্বার্থে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় শুঁটকি শুকানোর স্থান বন্ধের উদ্যোগ নেওয়া হোক। অন্যথায় দক্ষিণ চট্টগ্রাম তথা পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়াসহ বিভিন্ন উপজেলার লোকজনকে শুঁটকির দুর্গন্ধ শুঁকে চলাচল করতে হবে। ইতিমধ্যে এই এলাকায় চলাচলকারী অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন।

— কে এম আলী হাসান, চট্টগ্রাম।

 

সর্বশেষ খবর