মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

লক্ষ্মীবাজারে ফুটপাথ বেদখল

লক্ষ্মীবাজারে ফুটপাথ বেদখল

পুরান ঢাকার সূত্রাপুর থানার সবচেয়ে ব্যস্ততম ও জনবহুল এলাকা লক্ষ্মীবাজার। লক্ষ্মীবাজারের রাস্তার দুই পাশের ফুটপাথ দখলে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। পুরান ঢাকার ছোট এই এলাকায় বিখ্যাত অনেক স্কুল, কলেজ অবস্থিত। এই এলাকার রাস্তার দুই পাশে কবি নজরুল সরকারি কলেজ, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, সেন্ট জেভিয়ার্স বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা মহানগর মহিলা কলেজ, সেন্ট ফ্রান্সিস স্কুল ও কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ অবস্থিত। প্রতিদিন স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবক ফুটপাথ দিয়ে চলাচল করে। সকাল হলেই মূলত এই সড়কে ও ফুটপাথে শিক্ষার্থী ও অভিভাবকদের আনাগোনা শুরু যায়। এমনিতেই হাঁটাচলার জায়গা থাকে না। তারপর আবার ফুটপাথ ও রাস্তা দখল করে  হকাররা বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের বিরক্তি চরমে পৌঁছে। বাধ্য হয়েই শিক্ষার্থী ও অভিভাবকদের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক দিয়ে চলতে হয়। ফুটপাথ দখলের ফলে নিরুপায় হয়ে প্রতিদিন অভিভাবকরা তাদের স্কুলপড়ুয়া বাচ্চাসহ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। কোনো কোনো সময় দুর্ঘটনাও ঘটছে।

শুধু ফুটপাথ নয়, হকাররা রাস্তাও দখল করে পসরা সাজিয়ে বসেন। ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, সেন্ট জেভিয়ার্স বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা মহানগর মহিলা কলেজ, সেন্ট ফ্রান্সিস স্কুল ও কলেজের মূল ফটকের একেবারে সামনে হকারদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। ফুটপাথ যেন থেকেও নেই। দেখে বোঝার কোনো উপায় নেই যে, ব্যস্ততম এই ছোট এলাকায় জনসাধারণের জন্য ফুটপাথ আছে! শিক্ষার্থীর এক অভিভাবক ফারহানা হক বলেন, ‘ফুটপাথ দিয়ে তো বাচ্চা নিয়ে যাওয়াই যায় না, বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে স্কুলে যাই’। এ অবস্থায় শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাফেরার জন্য ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে লক্ষ্মীবাজারের ফুটপাথ দখলমুক্ত করা হোক।

সাধন সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা-১১০০।

সর্বশেষ খবর