মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দূষণমুক্তি চেয়ে সড়কে শিক্ষার্থীরা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

দূষণমুক্তি চেয়ে সড়কে শিক্ষার্থীরা

শব্দদূষণমুক্ত কুমিল্লা নগরীর দাবিতে সড়কে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার নগরীর পুলিশ লাইন সড়কে আইডিয়াল কলেজের আয়োজনে এ মানববন্ধন হয়। এতে নগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে কলেজের অডিটরিয়ামে ‘শব্দদূষণমুক্ত কুমিল্লা নগরী গড়ি’ শীর্ষক আলোচনা সভা হয়। সভায় বক্তারা বলেন, শব্দদূষণে মাথাব্যথা হয়। গর্ভবতী মায়ের প্রতিবন্ধী সন্তানের জন্ম হয়। মানুষকে বধির করে। ইঞ্জিনের শব্দ, গাড়ির শব্দ, কল-কারখানার শব্দের কারণে মানুষ দিন দিন অসুস্থ হচ্ছে। রাতে মাইকের শব্দদূষণ বাড়ছে। দূষণ প্রতিরোধে প্রশাসনকে আরও বেশি ভূমিকা নিতে হবে। কলেজ অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সদস্য শাহ মো. আলমগীর খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, পরিবেশ অধিদফতর কুমিল্লার সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোরশেদ, সাংবাদিক গাজীউল হক সোহাগ, মহিউদ্দিন মোল্লা প্রমুখ। অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন বলেন, শব্দদূষণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শিক্ষার্থীরা যেন নিজেরা শব্দদূষণ না করে এবং অন্যদের সচেতন করে। তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সনাক সদস্য শাহ মো. আলমগীর খান বলেন, গাড়ি চালকদের সচেতন হতে হবে। শব্দদূষণের বিষয়ে মানুষ স্ব স্ব অবস্থান থেকে সচেতন হতে হবে। বাপা সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, শব্দদূষণের বিষয়ে আমরা কোনো প্রাতিষ্ঠানিক কার্যক্রম দেখছি না। যারা দায়িত্বে আছেন, তাদের কার্যক্রম বাড়তে হবে। নাগরিকদেরও ভূমিকা রাখতে হবে।

অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, শব্দদূষণে মাথাব্যথা হয়। গর্ভবতী মায়ের প্রতিবন্ধী সন্তানের জন্ম হয়। মানুষকে বধির করে। কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, গভীর রাতে নাগরিক জীবনের সমস্যা সৃষ্টি করে মাইক বাজানো অপরাধমূলক কাজ। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

সর্বশেষ খবর