মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাণিজ্য মেলা ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য মেলা ২১ জানুয়ারি

রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ২১ জানুয়ারি শুরু হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ উপলক্ষে আজ মেলার প্রস্তুতি সভা ডেকেছে আয়োজনকারী এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি)। ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মেলা আয়োজন উপলক্ষ্যে আজ প্রস্তুতি সভা হবে। শুরু হয়েছে স্টল নির্মাণ। এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২১ জানুয়ারি শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলায় গত বছরের চেয়ে বেশি ক্রয়াদেশ পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলার উদ্বোধন করবেন। রাজধানীতে এটি ২৮তম আসর। আর পূর্বাচলে বঙ্গবন্ধু এক্সিবিশন সেন্টারে তৃতীয়। ২০২২ সাল থেকে পূর্বাচলে স্থায়ী কেন্দ্রে বাণিজ্য মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে মেলা হয়েছে রাজধানীর শেরেবাংলা নগরে অস্থায়ী কেন্দ্রে। দেশি পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। করোনার কারণে ২০২১ সালে মেলা করা যায়নি। এরপর ২০২২ সাল থেকে শুরু হয়ে এবার তৃতীয়বারের মতো বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা হচ্ছে। এবারের বাণিজ্য মেলায় দেশি পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশ নেবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশি পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে। এ মেলার মাধ্যমে বাংলাদেশি পণ্যের প্রসারের পাশাপাশি রপ্তানি পণ্যের নতুন নতুন ক্রয়াদেশ আসবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর