শিরোনাম
মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

অল্প বৃষ্টিতেই নগরে ভোগান্তি

কাজী শাহেদ, রাজশাহী

অল্প বৃষ্টিতেই নগরে ভোগান্তি

রাজশাহীতে এখন প্রায় বৃষ্টি হচ্ছে। ১৫ দিন আগেই মৌসুমের সর্বোচ্চ ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে। এতেই ভোগান্তি বেড়েছে নগরবাসীর। অল্প বৃষ্টিতেই হাঁটুপানি জমছে নগরীর অভিজাত এলাকাগুলোতে। বৃষ্টিপাতের ফলে রাজশাহী নগরীর উপশহর, উপশহর নিউমার্কেট, সপুরা করবস্থানের উত্তরের সড়ক, বর্ণালী মোড় ও সাহেববাজারের সড়কে পানি জমে যায়। এখনো বিভিন্ন এলাকায় জমে আছে বৃষ্টির পানি। এসব এলাকায় বসবাস করা নাগরিকরা বলছেন, তাদের এই ভোগান্তি এক যুগেরও বেশি সময় ধরে চলছে। উপশহরের শহিদুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টি হলেই উপশহর এলাকায় পানি জমে যায়। পানি বের হওয়ার ড্রেনগুলো সরু ও পরিষ্কার না থাকায় পানি যায় না। এতে করে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কাদিরগঞ্জ এলাকার উম্মে ছালমা জানান, ড্রেনগুলো এতো সরু, পানি নামতে চায় না। অনেকটা সময় লাগে। যে কারণে জলাবদ্ধতার মধ্যে নাগরিকদের ভোগান্তি পোহাতে হয়। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম বলেন, আগের মতো জলাবদ্ধতার সৃষ্টি এখন হয় না। নগরীর বেশ কিছু এলাকায় উন্নয়ন কাজ চলছে। এ কারণে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। তবে বেশিক্ষণ পানি জমে থাকে না। সেটিও দূর করতে নগরীজুড়ে ড্রেনের নেটওয়ার্ক নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে এই ভোগান্তি থাকবে না।

সর্বশেষ খবর