বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

প্রাকৃতিক উপায়ে পান ঘন ‘ভ্রু’

বিউটি ট্রেন্ডে এখন ঘন ভ্রুর বেশ কদর। এই লুক নারীদের জন্মগত শারীরিক বৈশিষ্ট্যের যে স্বাভাবিক সৌন্দর্য, তা উপলব্ধি করতে উৎসাহ জোগাচ্ছে। কিন্তু সবার তো আর ঘন, কালো ভ্রু থাকে না। তবে প্রাকৃতিকভাবে ভ্রুর বৃদ্ধি ঘটানো কিন্তু সম্ভব। জেনে নিন কীভাবে...

ক্যাস্টর অয়েল : এটি প্রাকৃতিকভাবে ভ্রু বৃদ্ধির কার্যকর উপায়। এতে আছে ৯০ শতাংশ রাইসিনোলিয়েক অ্যাসিড। যা চুলের বৃদ্ধিতে সহায়হ। কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল নিয়ে আঙুলের সাহায্যে ভ্রুতে ম্যাসাজ করতে হবে। ৩০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

জলপাই তেল : ত্বকের সুস্থতার মতো ভ্রুর ট্রিটমেন্ট করতেও এটি ব্যবহার করে দেখতে পারেন। এতে রয়েছে ওলোরোপিন নামের ফেনোলিক যৌগ, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এই তেলে আরও আছে ভিটামিন এ এবং ই, যা চুলের সুস্থতা কার্যকর।

অ্যালোভেরা : সুন্দর, ঘন ভ্রু পেতে অ্যালোভেরা বেশ কার্যকর। এতে আছে অ্যালোনিন নামের একটি বিশেষ যৌগ। যা চুলের বৃদ্ধি ঘটায়। এটি ভ্রুতে মেখে সারা রাতের জন্য রেখে সকালে ধুয়ে ফেলতে হবে।

সর্বশেষ খবর