চোখের কেমন সাজ চান? চোখ নিয়ে কথা বললেই প্রথম মাথায় আসে আই মেকআপের প্রসঙ্গ। যা বেশির ভাগ সময়ই বিপদে ফেলে। চোখের আকৃতি বুঝে তাকে সাজিয়ে তোলা, সে কি কম ঝক্কি! তাই আপনার চাহনি যাতে শরতেও বসন্ত নিয়ে আসে, রইল টিপস...
স্মোকি আই :
সিনেমা থেকে বাস্তব- কাজল কালো চোখের আবেদনই অন্যরকম। ব্রাইডাল হোক বা পার্টি মেকআপ, তারকা অভিনেত্রী বা পাশের বাড়ির মেয়ে- হাল ফ্যাশনে স্মোকি আইয়ের প্রেমে সবাই মজেন। সেই মায়া-কাজলেই বরং এবার পূজায় মন কেড়ে নিন প্রিয়জনের।
নিউট্রাল আই মেকআপ :
কলেজ-ইউনিভার্সিটি বা অফিস, ছিমছাম মেকআপের সঙ্গী একেবারে সাধারণ এই চোখের সাজ। ১-২টির বেশি আইশ্যাডোর প্রয়োজন হয় না। চটজলদি সেরে ফেলা যায়। এ প্রসাধনীতে চোখের নিজস্ব উজ্জ্বলতা ফুটে ওঠে।
গ্লিটারি আই মেকআপ :
রাত-পার্টির জন্যই এটি মানানসই। দিনে না করাই ভালো। প্রথমে দুই চোখে সাধারণভাবে মেকআপ করতে হবে। যেমন- ট্রানজিশন কালার, ক্রিজ ডিফাইন, আইশ্যাডো, ব্রো বোন এবং ইনার কর্নার হাইলাইট ইত্যাদি। পরে গ্লিটার গ্লু চোখের ওপরে নির্দিষ্ট অংশে লাগিয়ে তার ওপরে লুজ গ্লিটার লাগিয়ে নিতে পারেন।
কাট ক্রিজ আই মেকআপ :
চোখের পাতা সাজিয়ে নিয়ে ক্রিজ-এ ট্রানজিশন কালার লাগিয়ে নিন। ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে গাঢ় কোনো রঙে ক্রিজটা ডিফাইন করে পাতলা ব্রাশে কনসিলার নিয়ে ক্রিজ লাইন ধরে পুরোটা এঁকে নিন। ক্রিজ থেকে চোখের ওপরে কনসিলার লাগান। পাউডার দিয়ে সেট করে নিন। ওপরে পছন্দসই ম্যাট বা শিমারি আইশ্যাডো লাগাতে পারেন। চাইলে লাগাতে পারেন গ্লিটারও।
তথ্যসূত্র : ভোগ ম্যাগাজিন