বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

শুরুর গল্প

শুরুর গল্প

বাংলাদেশের রাজধানী ঢাকা। শহর হিসেবে এর বয়স ৪০০ হলেও সেই সপ্তম শতাব্দী মানে প্রায় ১৩০০ বছর আগেও কিন্তু এই জনপদটির অস্তিত্ব ছিল। তখন এ অঞ্চলটি ছিল কামরূপ নামের বৌদ্ধ রাজ্যের অধীনে। এ রাজ্যটি সেই সময় বিস্তৃত ছিল আসাম, উত্তরবঙ্গ, ঢাকা ও ময়মনসিংহ নিয়ে। পরবর্তীতে এখানে আসে পাল রাজবংশ। নবম শতাব্দীতে ঢাকা চলে যায় হিন্দু সেন রাজবংশের অধীনে। এ রাজবংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন পাল রাজবংশেরই অংশ ছিলেন। পাল রাজাদের দুর্বলতার সুযোগে তিনি ধীরে ধীরে ক্ষমতা দখল করেন। রাজা বল্লাল সেন ঢাকায় ১২০০ শতাব্দীতে প্রতিষ্ঠা করেন ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির, যা বর্তমানে বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে সুপরিচিত। কথিত আছে যে রাজা লক্ষ্মণ সেনের সময়ই হিন্দুদের বর্ণপ্রথা চালু করা হয়।

সেন রাজবংশের সময় ঢাকা এবং সনি্নহিত অঞ্চল বাংলা নামে পরিচিত ছিল। এ সময়কালেই ঢাকায় হিন্দুদের বর্ণপ্রথাভিত্তিক বেশকিছু বাজার বা অঞ্চল প্রতিষ্ঠা করা হয়। যেমন লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, তাঁতী বাজার, পাটুয়াটুলী, কুমারটুলী, বানিয়ানগর এবং গোয়ালনগর। সেন রাজবংশের পর ঢাকা চলে যায় মুসলমান শাসকদের হাতে। মোগল রাজবংশ ঢাকা শাসনের আগ পর্যন্ত দিলি্লর সুলতানরা ঢাকাকে শাসন করেন বিভিন্ন তুর্কি আর আফগান প্রশাসক দিয়ে। ১৬০৮ সালে মোগল রাজবংশ সুবা বাংলার রাজধানী হিসেবে ঢাকাকে ঘোষণা করে। শুরু হয় ঢাকা শহরের ৪০০ বছরের নতুন ইতিহাস।

 

 

সর্বশেষ খবর