শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

১ ডজন মোদি

১ ডজন মোদি

১. ১৫ বছর বয়স থেকেই দেশপ্রেমিক ছিলেন মোদি। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনাদের স্বেচ্ছায় সহযোগিতা করেছিলেন তিনি।

২. গুজরাটের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। একটানা ২ হাজার ৬৩ দিন ক্ষমতায় ছিলেন।

৩. সন্ন্যাস জীবন কাটানোর সময় মোদির মাত্র দুটি পোশাক ছিল।

৪. ২০০৫ সাল থেকে নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা না পেলেও মজার ব্যাপার হচ্ছে যুক্তরাষ্ট্রে তিনি তিন মাসের সংক্ষিপ্ত কোর্সে পড়াশোনা করেছেন।

৫. মোদি বেরসিক নন, রসিক। বিরোধী দল মোদির এ গুণটিকে প্রশ্নবিদ্ধ করলেও, তার কথায় রস, তীক্ষ্ন মেধা ও বুদ্ধির ছটা লক্ষণীয়।

৬. তিনি প্রতিদিনই ইন্টারনেটে নিজের খবরগুলো দেখে নেন। তার ঘড়ির সংগ্রহও মন্দ নয়।

৭. রাতে মাত্র ৪ ঘণ্টা ঘুমান মোদি। অফিসে ঢোকেন সকাল ৭টায় এবং রাত ১০টা বা আরও রাত পর্যন্ত সেখানে কাজ করেন।

৮. ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে শশী ঠাকুরের পর নরেন্দ্র মোদিই নারীদের কাছে বেশি জনপ্রিয়।

৯. নরেন্দ্র মোদির শখের মধ্যে রয়েছে ছবি তোলা ও কবিতা পড়া। তিনি লিখতেও ভালোবাসেন।

১০. নিরামিষাশী মোদি নিঃসঙ্গ থাকতে ভালোবাসেন ও অন্তর্মুখী স্বভাবের। তার কোনো 'বেস্ট ফ্রেন্ড' নেই।

১১. টাইম ম্যাগাজিনের এশিয়া এডিশনের প্রচ্ছদে মোদিকে স্থান দেওয়া হয়েছিল। টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ শীর্ষ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছিলেন তিনি।

১২. স্বামী বিবেকানন্দ ও ইন্দিরা গান্ধীকে নিজের আইডল বা আদর্শ মনে করেন নরেন্দ্র মোদি।

 

সর্বশেষ খবর