শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

কংগ্রেসের যত বিপর্যয়

কংগ্রেসের যত বিপর্যয়

ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় রাজনৈতিক দল। এটি বিশ্বের বৃহত্তম ও অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন। ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেস নেতৃত্ব দান করেছিল। ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের পর কংগ্রেস ভারতের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। ভারতীয় রাজনীতিতে শক্তিশালী অবস্থান থাকার পরও বিরোধী দলের কাছে শোচনীয় পরাজয়ের ইতিহাস রয়েছে কংগ্রেসের। ১৯৭৭ সালে ষষ্ঠ লোকসভা নির্বাচনে প্রথম ভরাডুবি ঘটে কংগ্রেসের। সেবার মাত্র ১৫৩টি আসনে নির্বাচিত হতে পেরেছিল দলটি। অথচ তার পূর্বের লোকসভা নির্বাচনে দলটির দখলে ছিল ২৪৪টি আসন। প্রায় ১৯৯টি আসনে সেবার অবনতি ঘটে দলটির। এ ধরনের ভরাডুবি চিত্র পাওয়া যায় পরবর্তীতেও। ১৯৮৪ সালে ৪১৫টি আসন পেলেও নবম লোকসভা নির্বাচনে মাত্র ১৯৭টি আসন পেয়েছিল তারা। তবে ১৯৯৬ সালের ১১তম লোকসভা নির্বাচনে মাত্র ১৪০টি আসন পেয়েছিল। ১২তম লোকসভা নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারেনি দলটি। সেবার ১৪১টি আসনে জয় পায় তারা। তবে আবার ভয়াবহ ভরাডুবির মধ্যে পড়ে ১৯৯৯ সালের নির্বাচনে। ১৩তম লোকসভা নির্বাচনে মাত্র ১১৪টি আসনে জয় পেয়ে সেবার জনপ্রিয়তার তলানিতে পৌঁছে। এসব পরিসংখ্যানের বিবেচনা করলে ২০১৪ সালের ১৬তম লোকসভা নির্বাচনে ইতিহাসের সবচেয়ে খারাপ ফলাফলে মুখোমুখি হয়েছে কংগ্রেস। বিজেপির নিরঙ্কুশ বিজয়ের উল্টো পিঠে কংগ্রেসের অর্জন প্রায় একশরও কম আসন।

 

সর্বশেষ খবর