রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

অন্য চোখে রাজনৈতিক উত্তরাধিকার

অন্য চোখে রাজনৈতিক উত্তরাধিকার

'বংশানুক্রমিক রাজনীতির উৎপাদন!' এশীয় রাজনীতির প্রতি অবজ্ঞা প্রদর্শনার্থে পশ্চিমা পণ্ডিতদের কেউ কেউ এমন উচ্চারণ করেন। আবার তারাই 'পলিটিক্স ইন ব্লাড'-এর ওপর জোর দেন। অভিনেতার ছেলে অভিনেতা হলে দোষ যদি না হয় নেতার সন্তান নেতা হওয়া অপরাধ হবে কেন? বাংলাদেশে রাজনীতিকের সন্তান রাজনীতিক হওয়ার ঘটনা কম নয়। সেই সন্তানদের অনেকে উত্তরাধিকারের পথ ধরে নিজেই রাজনীতিতে ভালো অবস্থান তৈরি করে নিয়েছেন। বাস্তবতায় বাংলাদেশকে ঘিরে তাদের স্বপ্নের কথা জানতে আজকের প্রতিবেদন তৈরি করেছেন- শাবান মাহমুদ, মাহমুদ আজহার ও রফিকুল ইসলাম রনি

 

 

সর্বশেষ খবর