রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এক কাতারে আসতে হবে

তানভীর শাকিল জয়
সাবেক এমপি, সহ-সভাপতি স্বেচ্ছাসেবক লীগ

বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এক কাতারে আসতে হবে

তরুণ রাজনীতিক ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার তানভীর শাকিল জয় বলেন, বাংলাদেশের রাজনীতিতে এখন দুটি ধারা চলছে। ১৯৭৫-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে সৃষ্টি হয়েছে স্বাধীনতার পক্ষের শক্তি আরেকটি স্বাধীনতার বিপক্ষের শক্তি। স্বাধীনতার বিপক্ষের শক্তিকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ দুটি ধারায় চলতে পারে না। আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে। তবে যুদ্ধাপরাধীর বিচার, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তুলতে সব প্রগতিশীল রাজনৈতিক দলকে এক কাতারে আসতে হবে।

জয় বলেন, আজকে যারা তরুণ আছে, আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে তারাই। তরুণদের কারণেই আজকে দেশ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। দেশে যে পরিমাণ জনসংখ্যা রয়েছে, তার একটা বিরাট অংশ তরুণ। এসব মেধাবী তরুণের কারণেই মধ্য-আয়ের দেশে পরিণত হচ্ছি। তিনি বলেন, আগামীতে জাতিকে এগিয়ে নিতে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দরকার। দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ খুবই দরকার। তা না হলে দেশে বিনিয়োগ বাড়বে না। সুস্থ পরিবেশ বজায় থাকলে বিনিয়োগ বাড়বে। অর্থনীতি এগিয়ে যাবে। মধ্য-আয়ের দেশে পরিণত হবে। গড়ে উঠবে ডিজিটাল বাংলাদেশ।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে

 

সর্বশেষ খবর