রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

জাতীয় ঐকমত্যের বিকল্প নেই

নাহিম রাজ্জাক
এমপি, শরীয়তপুর-৩, বাংলাদেশ আওয়ামী লীগ

জাতীয় ঐকমত্যের বিকল্প নেই

উদীয়মান রাজনীতিবিদ নাহিম রাজ্জাক এমপি বলেছেন, রাজনীতিতে এখন ঐকমত্যের অভাব রয়েছে। ক্ষমতায় যাওয়ার রাজনীতি এখন আরও বেশি সহিংস হয়ে উঠছে। এ পরিকল্পনা অব্যাহত থাকলে দেশের উন্নয়নে যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, সেটা ব্যাহত হবে। বিশ্ব মন্দা থাকা সত্ত্বেও পৃথিবীর মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি। অর্থনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে বিগত ৬ বছরে যে উন্নয়ন হয়েছে সেগুলোর ধারাবাহিকতা ধরে রাখতে চাইলে জাতীয় ঐকমত্যের বিকল্প নেই। এ জন্য সব প্রগতিশীল রাজনৈতিক দলকে এগিয়ে আসা উচিত। বর্তমানে যে সহিংসতা হচ্ছে তা কোনোভাবেই কাম্য নয়। আওয়ামী লীগের এ তরুণ নেতা বলেন, বিএনপি-জামায়াত যে তাণ্ডব করছে সেটার কারণে মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। তাদের আন্দোলনে জনগণের বিন্দুমাত্র স্বার্থ নেই। নাহিম রাজ্জাক বলেন, আগামীতে এমন একটা রাজনৈতিক পরিবেশ দেখতে চাই, যেখানে জাতির জনক ও স্বাধীনতা নিয়ে কেউ বিতর্ক করবে না। যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল চেতনার শক্তি রাষ্ট্রক্ষমতায় থাকবে। তারা সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। চেতনা হবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার। কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে লক্ষ্য করে নয়, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে যাবে। আজকের তরুণরা রাজনীতিবিদদের কাছে প্রত্যাশা করে কোন দল জাতিকে কি দিতে চায়? এসব তরুণ প্রজন্মের কথা চিন্তা-চেতনার বিবেচনা করেই রাজনীতিবিদদের এগিয়ে যেতে হবে।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুর রাজ্জাকের ছেলে

 

 

সর্বশেষ খবর