রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

রাজনীতির গুণগত পরিবর্তন চাই

অপর্ণা রায় দাস
বিএনপির নির্বাহী কমিটির সদস্য

রাজনীতির গুণগত পরিবর্তন চাই

আগামী দিনের বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফার আলোকে বাস্তবায়ন দেখতে চাই। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজব্যবস্থা দেখতে চাই। এ জন্য তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের সুশিক্ষিত হওয়া জরুরি। ইতিবাচক ধারায় রাজনীতিকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে তরুণ প্রজন্মকেই। ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে বিরোধী দলকে কোনোভাবেই যেন আর জুলুম নির্যাতনের শিকার না হতে হয়, সেজন্যই তারুণ্যনির্ভর রাজনীতি করতে হবে। দেশের জনগণকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে হবে। দেশের অর্থনীতির পাশাপাশি নারী ও শিশুদের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। কোনো শিশুকে যেন আর নির্যাতিত হতে না হয়, কিংবা তাদের মাদকের মতো অপরাধপ্রবণতায় ছুড়ে ফেলা না হয় সেজন্যই তরুণ প্রজন্মকে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। আমার বিশ্বাস, দল-মত নির্বিশেষ সব তরুণ প্রজন্মের রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হলে দেশ ও জনগণের উন্নয়ন অবধারিত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে

 

 

সর্বশেষ খবর