রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

গণতন্ত্র রক্ষায় তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে

শামা ওবায়েদ
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতি

গণতন্ত্র রক্ষায় তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে

বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশ, আমাদের গর্ব। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের অহঙ্কার। ১৯৭১-এর রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা হলো- গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি এবং দল, মত, ধর্ম নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার। এই প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি, মুক্তিযুদ্ধের এই চেতনাগুলো আমরা এখনো অর্জন করতে পারিনি। এই স্বাধীন ভূখণ্ড অর্জন করার পর, একটি লাল সবুজের পতাকা পাওয়ার পর, বাংলাদেশ অবশ্যই এগিয়েছে।

কিন্তু এই উন্নয়ন যেন বার বার ব্যাহত হয়েছে রাজনৈতিক অস্থিরতার কারণে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার অভাবে। বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। যে গণতন্ত্রের জন্য আমরা লাখ লাখ প্রাণ হারিয়েছি, যে স্বাধীনতার জন্য আমরা বহু মা-বোনের আত্মাহুতি দিয়েছি। সেই গণতন্ত্র আজ হুমকির মুখে। বিপরীত মতের প্রতি শ্রদ্ধা, পরমতসহিষ্ণুতা সবকিছুই যেন আজ ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে। এই দেশটি যদি দুর্নীতিমুক্ত করে উন্নয়নের চরম শিখরে নিতে হয়, এই প্রজন্মের সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষায় কাজ করতে হবে। বর্তমান প্রজন্মের একজন সচেতন নাগরিক হিসেবে আমার স্বপ্ন, আমরা যে দল, মত বা ধর্মেরই হই না কেন, আমরা যেন দেশের স্বার্থে দেশের সব জাতীয় সমস্যা নিরসনে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করতে পারি।

বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে

 

 

সর্বশেষ খবর