রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চাই

আলী আজম মুকুল
এমপি, ভোলা-২, বাংলাদেশ আওয়ামী লীগ

স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চাই

আলী আজম মুকুল বলেন, রাজনীতিতে হানাহানি, সংঘাত চাই না। একটি শান্তিপূর্ণ স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চাই। দেশে রাজনৈতিক হানাহানি না থাকলে দেশ এগিয়ে যায়, তার প্রমাণ বিগত ২০১৪ সাল। এ বছর অর্থনীতিতে গতি এসেছে, আন্তর্জাতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবস্থান করে নিয়েছে। এটা সম্ভব হয়েছে ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয়লাভ করার ফলে। না হলে এত উন্নতি আমরা করতে পারতাম না। নবীন এই রাজনীতিক বলেন, রাজনীতি হোক দেশের মানুষের কল্যাণে। যে রাজনীতি দেশ ও মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না, সে রাজনীতি আমাদের পরিহার করা উচিত। রাজনীতিবিদদের কাছে দেশ ও মানুষ ভালো কিছু আশা করে। হরতালের নামে হঠকারী রাজনীতি করলে চলবে না। সাধারণ মানুষের সমস্যার সমাধান ও উত্তরোত্তর উন্নতির লক্ষ্যে সুষ্ঠু রাজনীতি করতে হবে।

জাতীয় নেতা, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা

 

 

সর্বশেষ খবর