রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে

আজিজুস সামাদ আজাদ ডন
সহ-সম্পাদক, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটি

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে

আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন শুরু হয়েছিল সেটা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। সময় এসেছে এখন সেটা বন্ধ করার। যারা ইতিহাস বিকৃত করে রাজনৈতিক নেতাদের মধ্যে নিজেদের সম্মানহানি করছেন তাদের এখন মুখ বন্ধ করা উচিত। বিভিন্ন সেক্টরে এখনো দুর্নীতি চলছে, সেগুলোও বন্ধ করা উচিত। মনে রাখতে হবে, অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগোতে হবে। আজকে বিভিন্ন কারণে যেখানে রাজনৈতিক দলগুলো দুর্বল হয়ে পড়ছে। দেশের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী হওয়া দরকার। সেগুলো এখনো করা সম্ভব হয়নি। আজকে নির্বাচন কমিশন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের অবস্থান বিপরীতমুখী। আজকে আওয়ামী লীগ যা করছে, কালকে বিএনপি বলবে মানি না।

আর বিএনপি করলে আওয়ামী লীগ বলবে মানি না। এটা কোনো সলিউশন নয়। সমস্যা যেগুলো সর্বসম্মতিক্রমেই মিটিয়ে ফেলা উচিত। তিনি বলেন, আজকে আমাদের যেসব সমস্যা রয়েছে সেগুলো সবাই মিলে সমাধান করতে হবে। এ জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, সে বিষয়গুলো খুঁজে বের করা উচিত। রাজনৈতিক দুর্বৃত্তায়নমুক্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা আমাদের জন্য এখন চ্যালেঞ্জ। সুস্থ জীবনের জন্য যেমন নিরাপদ পানি প্রয়োজন, তেমনি সুস্থ সমাজের জন্য প্রয়োজন জঙ্গিবাদমুক্ত ও সাম্প্রদায়িকতামুক্ত নিরাপদ রাজনীতি। সুস্থ রাজনীতি এবং দেশের উন্নয়নের লক্ষ্যে সবাইকে একযোগে এই দূষণ মোকাবিলা করতে হবে।

জাতীয় নেতা প্রয়াত আবদুস সামাদ আজাদের ছেলে

 

 

সর্বশেষ খবর