রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই

নিজাম উদ্দিন জলিল
আওয়ামী লীগ নেতা

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই

তরুণ আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন জলিল বলেছেন, আগামীতে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ চাই। আজকে আওয়ামী লীগ গণমানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করলেও রাজপথের বিরোধী দল সরকারকে সহযোগিতা করছে না। বরং তারা দেশকে পিছিয়ে দিতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে। আশা করব, মানুষের কল্যাণে তারা সহিংসতা থেকে ফিরে আসবে। তিনি বলেন, আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে গণতন্ত্রকে ধারণ করেই আমরা রাজনীতি করে আসছি। আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যারা গণতন্ত্রকে টিকিয়ে রাখতে কাজ করছে। রাজনীতি এমন পেশা যার মাধ্যমে মানুষের সেবা করার সুযোগ রয়েছে। আমার বাবাও (প্রয়াত আবদুল জলিল) সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

আমিও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

তরুণ আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন জলিল বলেন, আমরা যারা তরুণ রাজনীতিতে আসছি তারা আগামীতে দেশকে কিছু দেওয়ার চেষ্টা করব। সেই রাজনীতি করতে চাই, যে রাজনীতির মাধ্যমে দেশের মানুষের মঙ্গল হয়। তিনি বলেন, আমাদের তরুণ নেতা প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় আইটি সেক্টরে যে উন্নতি করেছেন সেটা আমরা কখনো আশা করিনি। আইটি সেক্টরে সম্ভাবনার যে অফার আসছে সেগুলো কল্পনা করতে পারিনি। ডিজিটাল বাংলাদেশ এখন আর গল্প নয়, বাস্তব। আগামীতে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ আমরা গড়ে তুলব।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ছেলে

 

 

সর্বশেষ খবর