রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

আমাদের স্বপ্ন শিক্ষিত জাতি ও ডিজিটাল বাংলাদেশ

ব্যারিস্টার নাইম
আওয়ামী লীগ নেতা

আমাদের স্বপ্ন শিক্ষিত জাতি   ও ডিজিটাল বাংলাদেশ

ব্যারিস্টার শেখ নাইম স্বপ্ন দেখেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের, যেখানে রাজনীতি থাকবে সংঘাতমুক্ত। গণতন্ত্রের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে থাকবে চমৎকার সমঝোতা। দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের অর্থনীতি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি যেন কোনোভাবে ব্যাহত না হয়। অর্থনীতির চাকা সচল রাখতে আমি মনে করি রাজনীতিবিদদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সমঝোতা থাকুক। বোমা মারা আর মানুষ মারার রাজনীতি আমরা দেখতে চাই না। নাইম বলেন, আমরা ভবিষ্যতে একটি ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই। যেটি মাননীয় প্রধানমন্ত্রী এবং সজীব ওয়াজেদ জয়ের স্বপ্ন এবং দর্শন। পৃথিবী ছোট হয়ে আসছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন খুবই প্রয়োজন। এটি সময়ের দাবি। এ জন্য প্রয়োজন শিক্ষার হার এবং মান বাড়ানো। আর অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়োজন নতুন প্রজন্মের মেধা কাজে লাগানো।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে

 

 

সর্বশেষ খবর