রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

রাজনীতিতে চাই পরমতসহিষ্ণুতা

তামান্না ফারুক থীমা
জাতীয়তাবাদী মহিলা দলের
প্রচার সম্পাদক

রাজনীতিতে চাই পরমতসহিষ্ণুতা

 

'আমি রাজনৈতিক পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই রাজনীতি দেখে আসছি। সে কারণেই জনগণের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক দেখার সুযোগ হয়েছে। আমি মনে করি, নতুন প্রজন্মের রাজনীতিবিদদের ইতিবাচক ধারায় রাজনীতি করা উচিত। নতুন প্রজন্মের রাজনীতিবিদদের অবশ্যই সুশিক্ষিত হওয়া জরুরি। শুধু রাজনৈতিক পরিবারই নয়, সব শ্রেণি থেকেই নতুন প্রজন্মকে রাজনীতিতে আসা উচিত। দেশ ও সমাজকে পরিবর্তন করতে হলে জাতীয় স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করতে পারে তরুণ প্রজন্মের রাজনীতিবিদরাই। গতানুগতিক রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। রাজনীতির প্রধান শর্ত পরমতসহিষ্ণুতা। আমরা সেই ধারায়ই ফিরতে চাই। অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা পথ চলতে চাই। আমার প্রত্যাশা- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রজন্মের রাজনীতিবিদ গণতন্ত্রের ধারায় ফিরে যাবে।'

বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের মেয়ে

 

 

সর্বশেষ খবর