রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সুস্থধারার রাজনীতি ফিরিয়ে আনতে হবে

অনিন্দ্য ইসলাম অমিত
বিএনপি নেতা

সুস্থধারার রাজনীতি ফিরিয়ে আনতে হবে

একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে হলে পরমতসহিষ্ণু গণতান্ত্রিক পরিবেশ অপরিহার্য। আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় এ দেশকে গড়তে হলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা একান্ত প্রয়োজন। তরুণ সমাজকে রাজনীতির বাইরে না রেখে সুষ্ঠু রাজনীতির ধারায় তাদের সম্পৃক্ত করতে হবে। আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি তার জন্য আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন। রাজনীতিবিদদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, পরমতসহিষ্ণু হতে হবে। স্বাধীনতা-পরবর্তী প্রজন্মের অংশ হিসেবে আমরা অবশ্যই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি। কামনা করি রাষ্ট্র তার জনগণের মানবাধিকার নিশ্চিত করবে। প্রত্যাশা করি দেশের অর্থনীতি একটি সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়াক। দেশের বিপুল জনসংখ্যাকে সুষ্ঠু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এর মাধ্যমে রাজনীতির গুণগত পরিবর্তন আনাও সহজ হবে। রাজনীতিতে মতপার্থক্য থাকবে, আদর্শের ভিন্নতা থাকাটাও স্বাভাবিক। এর মধ্যেও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তা না থাকলে আমাদের রাজনীতিবিদ তথা রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে

 

সর্বশেষ খবর